ওয়ারিশ লস্কর, মগরাহাট, আপনজন: সোমবার দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট ২ নম্বর ব্লকের বিডিও শেখ আব্দুল্লাহর বিদায় সম্বর্ধনা দেওয়া হল মগরাহাট প্রেস ক্লাবের তরফ থেকে। বিদায়ী অনুষ্ঠানে মগরাহাটের মানুষের হৃদয়ে রেখা পাত করে অশ্রুসিকত বক্তব্য রাখলেন বিডিও সেখ আব্দুল্লাহ। দু বছরের অধিক সময় দিয়ে মগরাহাট ২ নম্বর ব্লকের প্রশাসনিক মহলকে কড়া হাতে পরিচালনা করে আসছিলেন সেখ আব্দুল্লাহ। তার কড়া নজরে দীর্ঘদিন মগরাহাটে শান্তি শৃঙ্খলা এক নজির বিহীন রূফ নিযেছিল। এলাকারা মানুষে সহায়তা ও উন্নয়নে তার নিবেদিত প্রাণ মানুষের মন জয় করে নেয়। সমাজসেবায় উদ্বুধ্ধ,করতে তিনি কখনও ঝাড়ু হাতে মগরাহাট হসপিটাল তো কখনো ড্রেন পরিষ্কার করেন, কখনও রাস্তায আবর্জনা দূর করেন। সেই সঙ্গে বাল্যবিবাহ রোধে মানুষকে সচেতন করতে তার তার বিশেষ প্রচার নজর কাড়ে ও মানুষকে প্রবাবিত করে। এলাকার মানুষ যে কোনও সমস্যায় সহজেই তার কাছে পৌঁছতে পারতেন। রাজণতিক হস্তক্ষেপের বাইরে গিযে তি মানুষের যেভাবে পাশে থেকেছেন তা মগরাহাটের মানুষ স্মরণ করে চরেছেন। তাই তার বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানে মানুষের চোখে জল চলে আসে। উল্লেখ্য, সেখ আব্দুল্লাহকে এবার বাঁকুড়ার মেজিয়া ব্লকের বিডিও করা হয়েছে। তার জায়গায় মগরাহাটের নতুন বিডিও হচ্ছেন তুহিন শুভ্র মহান্তি। বিদায় অনুষ্ঠানে সেখ আবদুল্লাহ এলাকার মানুষ সহ সকল রাৈজণতিবিদ, জনপ্রতিনিধিকে তার সঙ্গে সহযোগিতা করার জন্র সাধুবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।সেখ আব্দুল্লাহ নতুন বিডিও তুহিন শুভ্র মহান্তিকে সহযোগিতা করে মগরাহাটের উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মগরাহাট পূর্বের বিধায়িকা নমিতা সাহা, মগরাহাট ২ পঞ্চায়েথ সমিতির সভাপতি রুনা ইয়াসমিন, সহ সভাপতি সেলিম লস্কর ছাড়াও মগরাহাট ব্লকের একাধিক কর্মীবৃন্দ ও প্রধান উপপ্রধান প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct