রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: গ্রামে এসেছে মরুভূমির উট। আর সেই উট দেখতে হুড়োহুড়ি আবাল বৃদ্ধ বনিতার। একটিবারের জন্য উট ছুঁয়ে দেখতে শিশুদের যেন হুড়োহুড়ি অবস্থা। সমপ্রতি মুর্শিদাবাদের সামসেরগঞ্জে দুটি উট নিয়ে এসেছেন এক ব্যাক্তি। গ্রামে গ্রামে ঘুরে শিশুদের উটের পিঠে চাপিয়ে বিনোদন দিচ্ছেন তিনি। গ্রামীণ এলাকার মানুষ সাধারণত উট দেখতে পাননা। যেতে পারেন না কোনো চিড়িয়াখানা কিংবা মরুভূমিও। এরই মাঝে হঠাৎ গ্রামে বাড়ির দরজায় উটের দেখা। স্বাভাবিক কারণেই শিশুরা তো বটেই মরুভূমির উট দেখতে পেয়ে ভির করছেন বড়রাও। সামান্য টাকার বিনিময়ে উটের পিঠে চড়ে মজা নিচ্ছে শিশুরাও। সামসেরগঞ্জের ভাসাই পাইকর থেকে শুরু করে চাঁদনীদহা, কাকুড়িয়া কিংবা সাহেবনগর। উট আসতেই ভিড়ে ঠেলাঠেলি আমজনতার। অনেকেই বলছেন দুধের স্বাদ ঘোলে মেটানো। মুরুভূমি কিংবা চিড়িয়াখানা গিয়ে নয়, বাড়ির দরজায় উটের দেখা পেয়ে খুশি সাধারণ মানুষ। খুশি মহিলারাও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct