নিজস্ব প্রতিবেদক, শিলিগুড়ি, আপনজন: উত্তরবঙ্গকে কেন্দ্র করে পৃথক রাজ্যের দাবিতে ক্রমশ সুর জোড়ালো হচ্ছে। এবার কেন্দ্র, রাজ্য সহ রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে স্মারকলিপি জমা দিতে চলেছে ইউনাইটেড ফ্রন্ট ফর সেপারেট স্টেট। সোমবার শিলিগুড়িতে কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানালেন মোর্চা সুপ্রিমো বিমল গুরুং। ইতিপূর্বে পৃথক রাজ্যের দাবিতে একটি বৈঠক সম্পন্ন হয়েছিল দাগাপুরে। এবার ফের বৈঠক। শহর শিলিগুড়ির মাল্লাগুড়ি এলাকার একটি বেসরকারি হোটেলে কোর কমিটির বৈঠক বসে। সেই বৈঠকেই স্থির হয় পৃথক রাজ্যের দাবিতে আগামীর রণ কৌশল। ম্যারাথন বৈঠক শেষে মোর্চা সুপ্রিমো তথা ফ্রন্টের অন্যতম মুখ বিমল গুরুং জানান, নির্বাচনকে কেন্দ্র করে নয়, সাধারণ মানুষের অধিকার আর দাবিকে সামনে রেখেই এই পথ চলা। আগামীতে যা আরও জোড়ালো হবে। তিনি জানান, এবারের লোকসভা নির্বাচনে কোনও রাজনৈতিক দলকেই সমর্থন জানানো হবে না। নির্বাচন থেকে শতহস্ত দূরে থাকবে তাদের যুক্ত ফ্রন্ট। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, লোকসভা নির্বাচনের আগে ফের আলাদা রাজ্যের দাবিতে বিমল গুরুংরা জোরালো আওয়াজ তোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে। উদ্দেশ্য একটাই কেন্দ্রে বিজেপি সরকারের উপর চাপ সৃষ্টি করা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct