আপনজন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা তিন সপ্তাহ ধরে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এর জেরে বিশ্বজুড়ে ক্ষোভ ক্রমেই বাড়ছে। এর মধ্যেই ইসরায়েলি উড়োজাহাজ অবতরণের খবরে রাশিয়ার একটি বিমানবন্দরে বিক্ষোভ ও হামলা চালিয়ে বিক্ষুব্ধ জনতা।সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ইসরায়েলি বিমান অবতরণের খবরে রাশিয়ার দাগেস্তানের মাখাচকালার বিমানবন্দরে হামলা চালিয়েছেন বিপুল সংখ্যক জনতা। সে সময় তারা ইসরায়েলবিরোধী স্লোগান দেন ও তেল-আবিব থেকে আসা লোকজনের খোঁজ করেন। এমনকি বিমানবন্দরের বাইরে গাড়িতে তল্লাশি চালিয়েও ইসরায়েলি পাসপোর্টধারীদের খুঁজে বের করার চেষ্টা করা হয়।এ ঘটনার পর রাশিয়ায় অবস্থান করা সব ইসরায়েলি নাগরিক ও ইহুদিদের রক্ষা করার আহ্বান জানিয়েছে ইসরায়েল।
সামাজিক যোগাযোগমাধ্যমসহ রাশিয়ার সংবাদমাধ্যম আরটি ও ইজভেস্তিয়াতে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বেশ কয়েকজন বিক্ষোভকারী ‘আল্লাহু আকবর’ বলে বিমানবন্দরের দরজা ও নিরাপত্তাবেষ্টনী ভেঙে ঢুকে পড়েন। কেউ কেউ রানওয়েতে দৌড়াদৌড়ি করেন।এর কিছুক্ষণ পর রাশিয়ার বেসামরিক বিমান চলাচল সংস্থা রোসাভিয়াতসিয়া ঘোষণা দেয়, বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আছেন বলেও উল্লেখ করা হয়।এক টেলিগ্রাম পোস্টে স্থানীয় কর্তৃপক্ষ লিখেছে, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’দাগেস্তান প্রজাতন্ত্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিক্ষোভে আহত হওয়ার ঘটনাও ঘটেছে। তবে কতজন বা কারা আহত হয়েছেন, সে ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি।রোসাভিয়াতসিয়া জানায়, বিমানবন্দরটি থেকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তিদের সরিয়ে দেওয়া হয়েছে। এটি আগামী ৬ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।কয়েকটি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, কয়েক ব্যক্তি গাড়ি থামানোর জন্য বিমানবন্দরের বাইরে অবস্থান করছেন।ভিডিওতে দেখা যায়, এক বিক্ষোভকারীর হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা রয়েছে, ‘শিশু হত্যাকারীদের দাগেস্তানে কোনো জায়গা নেই।’অন্য ভিডিওতে দেখা গেছে, অনেক মানুষ বিমানবন্দরের টার্মিনালের ভেতর ঢোকার চেষ্টা করছেন। আর বিমানবন্দরের কর্মীরা তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct