আপনজন ডেস্ক: ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসকে ব্রাজিল সন্ত্রাসী সংগঠন মনে করে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। শনিবার প্রেসিডেন্ট প্রাসাদে এক সংবাদ সম্মেলনে দেশটির এ অবস্থানের কথা জানান তিনি।বামপন্থী এই প্রেসিডেন্ট বলেন, ‘ব্রাজিলের অবস্থান পরিষ্কার। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করলেই কেবল সন্ত্রাসী মনে করে ব্রাজিল। হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেনি নিরাপত্তা পরিষদ।’ব্রাজিলের প্রেসিডেন্ট আরও বলেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে এখন আমাদের চাওয়া গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করা। মনে হচ্ছে, বেনিয়ামিন নেতানিয়াহু ভুলে গেছেন, গাজায় শুধু হামাস যোদ্ধারা থাকেন না, নারী ও শিশুরাও থাকেন।লুলা বলেন, ব্রাজিল সব সময় শান্তির পক্ষে, এখন প্রয়োজন সংলাপের শক্তি দিয়ে গুলির শক্তিকে পরাভূত করা। শান্তির পক্ষে কথা বলে যাব। শক্তিশালী বোমার চেয়ে সংলাপের শক্তি কার্যকরভাবে প্রতিপক্ষকে পরাজিত করার সামর্থ্য রাখে।গাজা থেকে ব্রাজিলীয়দের সরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, একজন ব্রাজিলীয়কেও গাজায় পড়ে থাকতে দেব না। আমরা তাদের প্রত্যেককে সরিয়ে আনার চেষ্টা করব। এটা ব্রাজিল সরকারের দায়িত্ব।এর আগে অবরুদ্ধ গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে ‘গণহত্যা’ বলেও অভিহিত করেন লুনা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct