আপনজন ডেস্ক: প্রিয় দল লড়াই করে মাঠে, মাঠের বাইরে চলে সমর্থকদের লড়াই। এটা খেলাধুলায় নতুন কিছু নয়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপও এর ব্যতিক্রম নয়। দুই দলের সমর্থকদের মধ্যে কথার লড়াই বা সামাজিক যোগাযোগমাধ্যমে খোঁচাখুঁচি চলছে বিশ্বকাপের শুরু থেকেই।এই খোঁচাখুঁচিটা যেন চূড়ান্ত আকার নিল গতকাল হয়ে যাওয়া ভারত–ইংল্যান্ড ম্যাচে। শুরুটা করেছিল ইংল্যান্ডের সমর্থকগোষ্ঠী বার্মি আর্মি। তাদের খোঁচানোর জবাব পরে ভালোভাবেই দিয়েছে ভারতের সমর্থকেরা। ইংল্যান্ডের অনুকরণে যেটাকে অনেকেই বলেন ‘ভারত আর্মি’।খোঁচাখুঁচির শুরুটা বিরাট কোহলির আউট নিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে কাল ৯ বলে কোনো রান করে আউট হয়েছেন কোহলি। নিজের বিশ্বকাপ ক্যারিয়ারে এই প্রথম শূন্য রানে আউট হয়েছেন ভারতের তারকা ব্যাটসম্যান। ভারতও কাল ইংল্যান্ডের বিপক্ষে ৫০ ওভারে ৯ উইকেটে করতে পেরেছে মাত্র ২২৯ রান।বার্মি আর্মি ভারতের সমর্থকদের খোঁচা দেওয়ার সুবর্ণ এই সুযোগটা হাতছাড়া করেনি। পানিতে একটি হাঁসের ছবি এডিট করে সেটিতে কোহলির মাথা বসিয়ে তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে বার্মি আর্মি। ছবিটি দিয়ে লিখেছে, ‘সকাল বেলা হাঁটতে বের হয়েছি।’এটা ভালো লাগেনি ভারত আর্মির। তবে জবাব দিতে ইংল্যান্ডের ইনিংস পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তাদের। ২৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে জশপ্রীত বুমরা ও মোহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১২৯ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। দলটির তিনজন ব্যাটসম্যান—জো রুট, বেন স্টোকস ও মার্ক উড আউট হয়েছেন কোনো রান না করেই। এই সুযোগটা নিয়ে ভারতের সমর্থকদের টুইটার পেজ ভারত আর্মিতে একটি এডিট করা ছবি পোস্ট করা হয়েছে। সেখানে তিনটি হাঁসের মাথায় রুট, স্টোকস ও উডের মাথা জুড়ে দিয়ে লিখেছে, ‘শুভ রাত্রি।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct