সুব্রত রায়, কলকাতা, আপনজন: মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকে ছুটি দিলেন চিকিৎসকরা। ইডি এবার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে নিজেদের হেফাজতে নেওয়ার অপেক্ষা। হাসপাতাল সূত্রের খবর, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকে হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। চিকিৎসকদের তরফ থেকে সেই রিলিজ লেটার সাইন করে দেওয়া হয়েছে। ইডি আধিকারিকদেরকেও সেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন হাসপাতাল কর্তপক্ষ। সোমবার বেলা ৩ টের সময় মেডিক্যাল বোর্ডের সদস্যরা বৈঠকে বসেন। তারপর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। চিকিৎসকরা পরামর্শ অনুযায়ী ওষুধ পত্রগুলি খাওয়ার কথা বলেছেন বনমন্ত্রীকে। এদিকে হাসপাতাল থেকে ছুটি পেলেই ইডি হেফাজত শুরু হবে মন্ত্রী জ্যোতিপ্রিয়র। রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ১০ দিনের ইডি হেফজতে পাঠিয়েছে আদালত। তবে সেই নির্দেশ দেওয়ার আগেই মন্ত্রী অসুস্থ হয়ে পড়ায় আদালত স্পষ্ট করে দিয়েছিল, মন্ত্রীর চিকিৎসা করানোর পর তিনি সুস্থ হলে তবেই তাঁকে হেফাজতে নিতে পারবে ইডি। সোমবার মেডিক্যাল বোর্ড তাদের সিদ্ধান্ত জানানোর পর এটা পরিষ্কার যে, বন মন্ত্রী এখন সুস্থ। তাই তাঁর ইডি হেফাজতে নিতে বাধা নেই।
রেশন বণ্টন দুর্নীতি মামলায় গত বৃহস্পতিবার গভীর রাত ২টো ৪০ মিনিট নাগাদ গ্রেফতার করা হয় রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। পরের দিন, অর্থাৎ শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হলে তিনি শুনানি চলাকালীন অসুস্থ হয়ে পড়েন। আদালতের নির্দেশেই তাঁকে তড়িঘড়ি ওই দিন রাতেই বাইপাসের একটি বেসরকারি হাসপাতালের ক্রিটিকাল কেয়ার বিভাগে ভর্তি নেওয়া হয় মন্ত্রীকে। হাসপাতাল তখন জানিয়েছিল, সুগারের রোগী জ্যোতিপ্রিয়ের রক্তে শর্করার মাত্রা বেশি রয়েছে। সঙ্গে রয়েছে অন্যান্য শারীরিক জটিলতাও। যার পরীক্ষা হওয়া দরকার। রাখা দরকার পর্যবেক্ষণে। এর পরেই শনি এবং রবিবার মন্ত্রীর শারীরিক অবস্থার মনিটরিং করা হয়। সঙ্গে হয় এমআরআই। আসে রিপোর্টও। এর পরই হাসপাতাল থেকে তাকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct