আপনজন ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস হামলা বন্ধে বিশ্বনেতাদের প্রতি চিঠি পাঠিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)। গত শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায় সংস্থাটি। বিবৃতিতে বলা হয়, ওআইসির সেক্রেটারি জেনারেল হুসাইন ইবরাহিম তোহা গাজায় ইসরায়েলের হামলা বন্ধ ও গাজার সাধারণ মানুষের অধিকার রক্ষার আহ্বান জানিয়ে বিশ্বনেতাদের কাছে চিঠি পাঠিয়েছেন। যাঁদের মধ্যে আছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল, রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির প্রধান এবং জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার।চিঠিতে ওআইসির সেক্রেটারি জেনারেল হুসেন ইবরাহিম তোহা আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক আগ্রাসন বন্ধে তাঁদের দায়িত্ব পালনের আহ্বান জানান। এ ছাড়া সংস্থাটি গাজার জন্য মানবিক সাহায্য ও জরুরি ত্রাণ পাঠানো এবং ফিলিস্তিনি জনগণকে রক্ষায় আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানায়।বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি জনগণ ইসরায়েলের নজিরবিহীন আগ্রাসনের মুখে যুদ্ধাপরাধের শিকার হচ্ছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক আইন ও মানবিক আইন লঙ্ঘন করা হচ্ছে।উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের অভ্যন্তরে আক্রমণ করে। এতে দেড় হাজারের মতো ইসরায়েলি নাগরিক নিহত হয় এবং দুই শতাধিক ব্যক্তিকে বন্দি করে নিয়ে যাওয়া হয়। এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজা উপত্যকায় টানা বোমা বর্ষণ করে যাচ্ছে। ইসরায়েলের নৃশংস হামলায় এখন পর্যন্ত সাত হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct