বাবলু প্রামানিক, বারুইপুর, আপনজন: উৎসাহ, উদ্দীপনার সঙ্গে দুর্গাপুজো , লক্ষ্মী পূজা উদযাপিত হয়েছে। বিজয়া দশমীর মধ্য দিয়ে উৎসবের পরিসমাপ্তি ঘটে। আর বিজয় দশমীর দিন থেকে প্রতিমা বিসর্জন শুরু হয় চলে টানা দুদিন ধরে। তারপর লক্ষ্মী পূজার প্রতিমা বিসর্জন দক্ষিণ ২৪ পরগনা জেলা জয়নগর ১ নম্বর ব্লকের দক্ষিণ বারাসাতে প্রায় ২৫ থেকে ত্রিশটি প্রতিমা এই দক্ষিণ বারাসাত এর প্রতি প্রাচীন গঙ্গার ঘাটে প্রতিবছরের মত বছরের প্রতিমা নিরঞ্জন করা হয়। আর এই বিসর্জনে এর ফলে গঙ্গার ঘাট এর জল দূষিত হয়। আর সেই কথা মাথায় রেখে। দূষণ প্রতিরোধে দক্ষিণ বারাসাত গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আজ সকাল থেকেই ঘাট পরিষ্কারের কাজে নেমে পড়েন পঞ্চায়েতের ভিসিটি অর্থাৎ ভিলেজ সার্ভিস টিম এর কর্মীরা। চলে প্রতিমার কাঠামো, ফুল, অন্যান্য সামগ্রী সরানোর কাজ। পঞ্চায়েতের নজরদারিতে চলছে ঘাটে ঘাটে কাঠামো পরিষ্কারের কাজ। গঙ্গা থেকে প্রতিমা তুলে পাড়ে রাখা হচ্ছে। তারপর সেগুলো সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র। অন্যান্য বছর প্রতিমা বিসর্জন হওয়ার পরও দেখা গিয়েছে কাঠামো গঙ্গাবক্ষে পড়ে থাকে। এবার আর সেটি হওয়ার কোনও সুযোগ নেই। প্রতিমার বিভিন্ন সরঞ্জাম থেকে যাতে গঙ্গার জল কোনও ভাবেই দূষিত হতে না পারে সেই কারণে বিশেষ নজর পঞ্চায়েতের পক্ষ থেকে। প্রতিমা বিসর্জনের পর এই কাঠামো গঙ্গার জল থেকে সরিয়ে ফেলার কাজ করছে পঞ্চায়েতের কর্মীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct