সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: মুর্শিদাবাদের ডোমকল পৌরসভার ১৪ নং ওয়ার্ডের পুরাতন গোবিন্দপুর গ্রামেরজুব্বার শেখ নামে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয় কেরলে। পরিবার সূত্রে জানা যায় অভাবের সংসারের হাল ধরতেই ভিন রাজ্য তথা কেরলে গত তিন মাস আগে কাজের উদ্দেশ্য রওনা দেন, কেরলে গিয়ে ঠিক ঠাক ভাবে কাজও মেলে সিমেন্ট কোম্পানিতে সেই মতো গত তিন মাস ধরে কাজ করে আসছেন হঠাৎ করে কাজে কর্মরত অবস্থায় বুকে ব্যথা উঠলে সহকর্মীরা তড়িঘড়ি জুব্বার সেখকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্মব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। সহকর্মীদের মাধ্যমে মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই জুব্বার শেখের পরিবারের সদস্যরা কাঁন্নায় ভেঙ্গে পড়ে।মৃতের মেয়ে জানান বাবা ছাড়া আর কেউ নেই পরিবারের একমাত্র উপার্জন কারি ব্যক্তি। অভাবের সংসারের এক মেয়ের বিবাহ দেওয়ার পরে বিয়ের টাকা শোধকরতেই কেরলে যায় বলেও জাননা মৃতের পরিবার। বাবার মুখটা শেষবারের মতো দেখাটা কি ভাবে হবে সেটাও বুঝে উঠতে পারছে না পরিবারের সদস্যরা, সরকারি সাহায্যের আবেদন করেন মৃতের পরিবার। ঘটনার বিষয়ে ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম জানান কেরালা থেকে মৃত দেহ আনার সব রকম ব্যবস্থা করা হয়েছে ও পরিবারকে আশ্বাস দেন সব রকম সরকারি ও দলীয় ভাবে সাহায্য করা হবে বলে জানান বিধায়ক।পরিবারের পাশে বিধায়ক ও তার দল রয়েছেন বলে জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct