আপনজন ডেস্ক: ওড়িশােয় তিন ট্রেনের ভয়াবহ সংঘর্ষে ২৮০ জনেরও বেশি মৃত্যুর কয়েক মাস পর রবিবার অন্ধ্রপ্রদেশের বিজয়ানাগারম জেলায় একটি এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। সন্ধ্যা ৭টা নাগাদ বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার ট্রেনটি যান্ত্রিক ত্রুটির কারণে সিগন্যালের অপেক্ষায় থাকা বিশাখাপত্তনম-রায়গাড়া প্যাসেঞ্জার ট্রেনটিকে পেছন থেকে আসা ধাক্কা দেয়, যার ফলে তিনটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে ওয়ালতিয়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সৌরভ প্রসাদ সহ রেলওয়ের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে যান এবং উদ্ধার কাজ পুরোদমে চলছে। ঘটনাস্থল থেকে তোলা ছবিতে দেখা গেছে, লাইনচ্যুত বগিগুলো এবং আশপাশে লোকজন ভিড় করছে। ইস্ট কোস্ট রেলওয়ে হেল্পলাইন নম্বর প্রকাশ করেছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন রেড্ডি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। আহতদের দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে তিনি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী বিশাখাপত্তনম ও আনাকাপল্লী জেলা থেকে যত বেশি সম্ভব অ্যাম্বুলেন্স পাঠানোর এবং নিকটবর্তী হাসপাতালগুলিতে চিকিৎসা করতে সমস্ত ধরনের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct