আপনজন ডেস্ক: ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়ার পর সেই সংক্রান্ত একটি শ্বেত পাথরের ফলক বসানো হয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সেই ফলকে আচার্য হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম থাকলেও নাম ছিল না রবীন্দ্রনাথ ঠাকুরের। যা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর ওই ফলকে রবীন্দ্রনাথ ঠাকুরের নমা সংশ্লিষ্ট করতে আন্দোলনের ডাক দেন মুখ্যমন্ত্রী। তার সেই আহ্বানে সাড়া দিয়ে শান্তিনিকেতনের সামনে কবিগুরু হস্তশিল্প মার্কেটে মঞ্চ তৈরি ধরনায় বসেছে তৃণমূল। এ িবষয়টি ভালভাবে নেননি বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। রাস্তা ফেরত নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে সেই প্রসঙ্গ টেনে কটাক্ষ করে বলেছে,ন, ‘আপনার বিশ্বস্তরা যা বলেন, আপনি তা-ই বিশ্বাস করেন। আপনি এখনও কান দিয়েই দেখেন।’ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এই নিয়ে বলেন, বিশ্বভারতীর উপাচার্যের ভাষা এটা হতে পারে না। সিপিএম নেতাও এই ধধরনের চিঠি লেখার সামলোচনা করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct