সজিবুল ইসলাম, মুর্শিদাবাদ: অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন রাজ্যের বিভিন্ন জেলায় তাদের সংগঠনকে মজবুত করতে মহকুমা ভিত্তিক কমিটি গঠন ও পুনির্বন্যাসে জোর দিয়েছে। এই সংগঠনের মুর্শিদাবাদ জেলা কমিটির আহ্বানে রাজ্য যুগ্ম ও মুর্শিদাবাদ জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, সভাপতি মাওলানা মুজাফফর খান জেলা ইমাম মুফতি আজমত আলীর উপস্থিতিতে জঙ্গিপুর মহকুমা কমিটি গঠন হলো শনিবার সভাপতি নির্বাচিত হলেন মৌলানা সানাউল্লা বিশ্বাস।সহ সভাপতি- জৈনুদ্দিন শেখ। মৌলানা নুরুল ইসলাম ফাইজি। মৌলানা হাসমত আলি।সাধারণ সম্পাদক মৌলানা আনিকুল ইসলাম রঘুনাথগঞ্জ। সম্পাদক আনিকুল ইসলাম ফারাক্কা। সম্পাদক হাফেজ মনিরুলইসলাম সতি এক ।কোষাধক্ষ ফানসুর আলি। অডিটর রফিকুল ইসলাম
ও আকবর হোসেন। উক্ত সভাই উপস্থিত ছিলেন রাজ্যের যুগ্ম সম্পাদক মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব জেলার সভাপতি মুজাফফর খান সাহেব। জেলা ইমাম মুফতি আজমত আলি সাহেব। মৌলানা নুর আমিন। উপস্থিত ছিলেন মৌলানা হাবিবুল্লাহ। উপস্থিত জঙ্গিপুর সাবডিভিশন এর সমস্ত ইমাম মুয়াজ্জিন সাহেবগণ। আজকের মিটিং এ সকল কে এক হয়ে কাজ করার আহ্বান জানান। এবং বলেন ফিলিস্তিন সহ সারা বিশ্বের সমস্ত মুসলিম দের জন্য দোয়ার আহ্বান জানান। ও কিছু সাহায্য পাঠানোর জন্য সকল কে আহ্বান জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct