মনিরুজ্জামান, বারাসত: রেশন দুর্নীতি কাণ্ডে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারের প্রতিবাদে প্রতিবাদের ঝড় উঠেছে বিভিন্ন এলাকায়। শনিবার উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত -২ নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চলে এই প্রতিবাদ কর্মসূচি রূপায়িত হয়। দাদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে টাকি রোডের গোলাবাড়ি এবং শাসন অঞ্চলের শাসন বাজারে দুটি প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বারাসাত-২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শম্ভুনাথ ঘোষ, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, প্রাক্তন সভাপতি ইফতিকার উদ্দিন, জেলা পরিষদের সদস্য সাবিনা খাতুন, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আছের আলি, রঞ্জিত মন্ডল, সাহাবুদ্দিন আলি, সহিদুল ইসলাম,দাদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম, উপপ্রধান আব্দুল হাই, দাদপুর অঞ্চল সভাপতি আমিরুল ইসলাম, জিয়াউর, আব্দুর রউফ, তপন মুখার্জি প্রমুখ। এদিন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শম্ভুনাথ ঘোষ বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে বলেন, তৃণমূল কংগ্রেসকে যতই হেনস্থা করুক দমিয়ে রাখতে পারবে না। মা মাটি মানুষের দলকে দমানো যাবে না।পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ কেন্দ্রের বিজেপি সরকার প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করছে বলে সরব হন। তিনি অভিযোগ করেন, গদ্দার অধিকারী যে নেতার নাম করছে কেন্দ্রীয় এজেন্সি ইডি, সিবিআই সেখানে পৌঁছে যাচ্ছে। তাহলে বিজেপি নেতাদের কথায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পরিচালিত হচ্ছে, প্রশ্ন তোলেন একেএম ফারহাদ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct