শামিম মোল্যা, বসিরহাট: রেশন দুর্নীতির অভিযোগে রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তারের প্রতিবাদে, বসিরহাটের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। বসিরহাট জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বসিরহাটের বোটঘাট সংলগ্ন স্থানে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন বসিরহাট জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য শাহানুর মন্ডল, তৃণমূল নেতা বাদল মিত্র। এছাড়া হাসনাবাদ ব্লকের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হয় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল। হাসনাবাদ ব্লকের আমলানি, ভেবিয়া ও মাখালগাছার পাশাপাশি মুরারিশাহার চালতাবেড়িয়া এলাকায় প্রতিবাদ মিছিল করলেন তৃণমূলের কর্মীরা। এদিন হাসনাবাদের মুরারিশাহা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই প্রতিবাদ মিছিলে পা মেলান হাসনাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি এস্কেন্দার গাজী, মুরারিসাহা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আখের আলী মন্ডল, হাসনাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি আসাদুর জামান মোল্যা, এলাকার বিশিষ্ট তৃণমূল নেতা ওসমান সরদার সহ এলাকার শতাধিক তৃণমূলের সমর্থকেরা। অপরদিকে সন্দেশখালির সরবেড়িয়াতে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য শেখ শাহজাহানের নেতৃত্বে প্রায় দুই কিলোমিটার পায়ে হেঁটে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। পাশাপাশি মিনাখাঁ ও হাড়োয়ার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হয় বিক্ষোভ কর্মীসভা। হাসনাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এসস্কেন্দার গাজী বলেন, ইডি এবং সিবিআই বিজেপির কথামতো ইচ্ছামতো আমাদের নেতৃত্বকে গ্রেফতার করছে। কাউকেই উপযুক্ত করতে পারিনি নিজেদের গায়ের জোরে হেনস্তা করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
পাশাপাশি মুরারি সাহা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আখের আলী মন্ডল বলেন, বিজেপি আসলে তৃণমূলকে ভয় পাচ্ছে, তাই আমাদের নেতৃত্বদেরকে হেনস্তা করছে। এভাবে চক্রান্ত করে তৃণমূলকে রোখা যাবে না। আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে বঙ্গোপসাগরে বিসর্জন দেব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct