এম মেহেদী সানি, বারাসত: সর্বধর্ম সমন্বয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রেখে শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা দিলেন উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত-১ ব্লক ও পঞ্চায়েত সমিতি এবং দত্তপুকুর থানা কর্তৃপক্ষ ৷ এই তিন মহলের প্রশাসনিক কর্মকর্তাদের যৌথ উদ্যোগে আয়োজিত দুর্গাপুজো পরিক্রমার পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকেই ওই সম্প্রীতির বার্তা দেওয়া হয় ৷ এদিন উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ৷ তিনিও এদিন ভারতীয় সাংস্কৃতিক কথা তুলে ধরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ৷
আয়োজকদের পক্ষ থেকে বারাসাত-১ পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি সহ-সভাপতি গিয়াস উদ্দিন মন্ডলরা (বাবলু) বলেন, ‘প্রতিবছরের মত এ বছরও থানা, ব্লক এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে দত্তপুকুর থানার অন্তর্গত ১৭৭ টি দূর্গাপুজো পরিক্রমা করা হয়, তাদের মধ্যে থেকে পাঁচটি বিষয়ের উপর নির্বাচিত ১৫ টি পুজো কমিটিকে শারদ সম্মানের তালিকাভুক্ত করে পুরস্কৃত করা হয়েছে ৷’
এ দিন শারদ সম্মান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য মন্ত্রী রথীন ঘোষ, বারাসত ব্লক-১ পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি, সহ-সভাপতি গিয়াস উদ্দিন মন্ডল (বাবলু), বারাসাত ব্লক-১ সমষ্টি উন্নয়ন অধিকারিক সৌগত পাত্র, দত্তপুকুর থানার ভারপ্রাপ্ত অধিকারিক সুজিত কুমার পাতি, বিশিষ্ট সমাজসেবী ইসা সরদার সহ পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা, প্রধান- উপপ্রধানবৃন্দ ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct