মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান: চোলাই মদ তৈরি করার সময় আবগারি দপ্তরের বিশেষ অভিযান চলছিল। পুলিশ বাহিনীক সঙ্গে নিয়ে সেই অভিযান চালানোর সময় তাদের হাত থেকে বাঁচতে পালাতে চেষ্টা করেন চোলাই মদের কারবারিরা। কিন্তু নিরুপায় হয়ে ক্যানেলের জলে ঝাঁপ মারেন বেশ কয়েকজন। এদের মধ্যে দুইজন জলে তলিয়ে নিখোঁজ হয়ে গেছে বলে দাবি এলাকাবাসীদের। পূর্ব বর্ধমানের বর্ধমান শহর লাগোয়া ফকিরপুর এলাকার ঘটনা।
জানা গেছে শুক্রবার ক্যানেলের ধারে চোলাই মদ তৈরি চলছিল সেই সময় আবগারি দপ্তর বিশেষ অভিযান চালায়।,সেই অভিযান চালানোর সময় পুলিশের গাড়ি দেখে মদের হাঁড়ি নিয়ে ক্যানেলের জলে ঝাঁপ দেয় বেশ কয়েকজন।
তার মধ্যে গণেশ মল্লিক নামে এক ব্যক্তি নিখোঁজ হয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে জেলা ট্রাফিক ডিএসপি হেডকোয়ার্টার দুই রাকেশ কুমার চৌধুরী ও বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এবং সিভিল ডিফেন্স কর্মীরা পৌঁছে ক্যানেলে বোট নামিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করার চেষ্টা করেন তবে ওই ব্যক্তির কোনরকম সন্ধান পাওয়া যায়নি। এরপর আজ শনিবার সকালে জানা যায় কৃষ্ণা সাউ নামে আরো একজন নিখোঁজ আছে।তল্লাশি চালানোর পরও এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct