আপনজন ডেস্ক: চেন্নাইয়ে গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে মন্থর ওভার রেটের কারণে পাকিস্তানের খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসি আজ বিষয়টি জানিয়েছে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সে ম্যাচে ১ উইকেটে হেরেছে পাকিস্তান। রোমাঞ্চকর এ ম্যাচে ১৬ বল হাতে রেখে পাকিস্তানের ২৭০ রানের লক্ষ্য টপকে যায় দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে প্রথম ২ ম্যাচে জয়ের পর সেটি ছিল পাকিস্তানের টানা চতুর্থ হার। ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে পাকিস্তান।
আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বরাদ্দকৃত সময় বিবেচনায় লক্ষ্যমাত্রা থেকে ৪ ওভার পিছিয়ে থাকায় আইসিসি ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন পাকিস্তান দলকে এই জরিমানা করেন।’ আইসিসির নিয়ম অনুযায়ী, লক্ষ্যমাত্রা থেকে প্রতিটি ওভার পিছিয়ে থাকার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ অর্থ জরিমানা করা হয়। মঙ্গলবার কলকাতায় বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct