এই মুহূতে ভারতের একাধিক রাজ্যে বন্যা। আর সেই কবলিত অঞ্চল সম্পর্কে তথ্য সরবরাহ করতে ইসরোর অনুরোধে ভারতকে সাহায্য করল চীনের উপগ্রহ। এ বিষয়ে এদিন চীনের রাষ্ট্রদূত সান ওয়েইডং
টুইট করে বলেন, ''আন্তর্জাতিক বন্যা ত্রাণ সাহায্য চেয়ে ইসরোর অনুরোধের জেরে ভারতে বন্যা কবলিত অঞ্চলের বিস্তারিত উপগ্রহ সংগৃহীত তথ্য সরবরাহ করে সাহায্য করেছে চীন। আশা করি শীঘ্রই ওদের সব কিছু ঠিক হয়ে যাবে।' এই মুহূতে ভারী বর্ষণের জেরে বিহার, অসম, মণিপুর ও মিজোরামসহ একাধিক রাজ্যে বন্যা দেখা দিয়েছে। পরিকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি বহু মানুষের প্রাণহানি হয়েছে দুর্যোগে। বন্যায় মারা গিয়েছে কাজিরাঙা অভয়ারণ্যের বিরল গন্ডারসহ বহু পশু। প্লাবিত অঞ্চলগুলিতে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে ও নিয়মিত উদ্ধারকাজ চলেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct