আপনজন ডেস্ক: মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে একটি খনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো ১৩ জন।শনিবার লুক্সেমবার্গভিত্তিক বিশ্বের বৃহত্তম বহুজাতিক ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান আর্সেলর মিত্তালের একটি খনিতে ওই দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা সিজিটিএন।আর্সেলর মিত্তালের স্থানীয় ইউনিট অপারেটর আর্সেলর মিত্তাল তেমিরতাউ জানিয়েছে, মিথেন বিস্ফোরণ বলে মনে হওয়ার পরে কোস্টেনকো খনিতে ২৫২ জনের মধ্যে ২০৬ জনকে সরিয়ে নেয়া হয়েছে। জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘বিকাল ৪টা পর্যন্ত কোস্টেনকো খনিতে ৩২ জনের মৃতদেহ পাওয়া গেছে। ১৩ জন খনি শ্রমিকের সন্ধান এখনও চলছে।’
কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ আর্সেলর মিত্তাল গ্রুপকে ‘আমাদের ইতিহাসে সবচেয়ে খারাপ’ কোম্পানি বলে অভিহিত করেছেন এবং তার সরকারকে কোম্পানির কাজাখ শাখার নিয়ন্ত্রণ নিতে নির্দেশ দিয়েছেন।
আর্সেলর মিত্তালের কাজাখস্তানে মারাত্মক বিপর্যয়ের ইতিহাস রয়েছে। এর বিরুদ্ধে নিয়মিতভাবে নিরাপত্তা ও পরিবেশগত বিধিবিধান মানতে ব্যর্থ হওয়ার অভিযোগ রয়েছে।
দেশটিতে আর্সেলর মিত্তাল পরিচালিত খনিতে এ নিয়ে গত দুই মাসে দ্বিতীয় বারের মতো এ ধরনের দুর্ঘটনা ঘটলো। এর আগে গত আগস্টে এই কোম্পানির কারাগান্ডে নামের একটি খনিতে অগ্নিকাণ্ডে চার শ্রমিকের মৃত্যু হয়।
এছাড়া ২০২২ সালের নভেম্বরে একই এলাকায় অবস্থিত একটি খনিতে মিথেন গ্যাস লিকের ঘটনায় পাঁচ শ্রমিক নিহত হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct