আপনজন ডেস্ক: কংগ্রেস ক্ষমতায় এলে ছত্তিশগড়ের স্কুল-কলেজে বিনামূল্যে শিক্ষার প্রতিশ্রুতি দিলেন রাহুল গান্ধি। এছাড়া ‘তেন্ডু’ পাতা সংগ্রহকারীদের জন্য বছরে ৪,০০০ টাকা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। কাঁকের জেলার ভানুপ্রতাপপুর বিধানসভা কেন্দ্রে এক নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে রাহুল প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি তার ভাষণে ‘ওবিসি’কে তুলে ধরেন, তাহলে তিনি জাতিগত আদমশুমারিকে ভয় পাচ্ছেন কেন? তিনি বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে দেশে জাতিগত আদমশুমারি করা হবে। ছত্তিশগড় নির্বাচনের প্রথম ধাপে ৭ নভেম্বর যে ২০টি আসনে ভোট গ্রহণ হবে তার মধ্যে ভানুপ্রতাপপুর অন্যতম। দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হবে ১৭ নভেম্বর। রাহুল বলেন, যদি কংগ্রেস রাজ্যে ক্ষমতায় থাকে আমরা শিক্ষার্থীদের জন্য একটি বড় পদক্ষেপ নেব। ‘কেজি টু পিজি’ অর্থাৎ কেজি (কিন্ডারগার্টেন) থেকে পিজি (স্নাতকোত্তর) পর্যন্ত শিক্ষার্থীদের সরকারি প্রতিষ্ঠানগুলিতে বিনামূল্যে শিক্ষা প্রদান করা হবে । তাদের এক পয়সাও দিতে হবে না।
রাহুল গান্ধী প্রতিশ্রুতি দেন, নির্বাচনের পরে কংগ্রেস যদি রাজ্যে সরকার গঠন করে তবে তেন্ডু পাতা সংগ্রহকারীদের রাজীব গান্ধী প্রণোদনা যোজনার আওতায় প্রতি বছর ৪,০০০ টাকা দেওয়া হবে। আদিবাসী অধ্যুষিত বস্তার অঞ্চলের অন্তর্গত ভানুপ্রতাপপুর আসন থেকে এটিকে একটি বড় ঘোষণা হিসাবে দেখা হচ্ছে। রাহুল গান্ধি আরও ঘোষণা করেন, কংগ্রেস দিল্লিতে (কেন্দ্রে) ক্ষমতায় এলে দেশে জাতিগত আদমশুমারি করবে। যদিও আমরা ইতিমধ্যেই ছত্তিশগড়ের জন্য এই প্রতিশ্রুতি দিয়েছি। রাহুল দাবি করেন, ছত্তিশগড়ে গত বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস যে সব প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণ হয়েছে বলে দাবি করেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct