আপনজন ডেস্ক: রেশন কেলেঙ্কারির সঙ্গে যুক্ত অর্থ পাচারের মামলায় গ্রেফতার পশ্চিমবঙ্গের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা স্থিতিশীল। কেন্দ্রীয় তদন্ত সংস্থা কর্তৃক গ্রেফতারের পর মল্লিককে ১০ দিনের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হেফাজতে পাঠানো হয়েছে। আদালতে শুনানির সময় মন্ত্রী অজ্ঞান হয়ে পড়েন এবং শুক্রবার তাকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাইপাসের ধারে অবস্থিত বেসরকারি হাপাতালের এক সিনিয়র ডাক্তার যিনি জ্যোতিপ্রিয়র “মল্লিকের স্বাস্থ্য পর্যবেক্ষণদলের একজন সদস্য তিনি সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘মন্ত্রী রাতে ভালো ঘুমিয়েছেন। তিনি কোনও অস্বস্তি অনুভব করার বিষয়ে কোনও অভিযোগ করেননি। শুক্রবার রাতে এক বুলেটিনে বলা হয়, হাইপারগ্লাইসেমিয়া, রেনাল প্রতিবন্ধকতা, ডাইসেলেক্ট্রো লাইটেমিয়া এবং প্রি-সিনকোপের প্রাথমিক নির্ণয় নিয়ে মল্লিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মল্লিকের সিটি স্ক্যান, এমআরআই এবং রক্ত পরীক্ষা করা হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। অন্যদিকে কমান্ড হাসপাতাল আদালতে জানিয়েছে, তারা জ্যোতিপ্রিয়র চিকিৎসার ভার নিতে পারছে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct