অভিজিৎ হাজরা, আমতা: সঠিক সংরক্ষণের অভাবে রোজ এভাবেই হারিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যপ্রানী বাঘরোল বা মেছোবিড়াল।
ভোর রাতে বাগনান মানকুর রাজ্য সড়কে সাবসীট গ্রাম পঞ্চায়েত অফিসের কাছে একটি পূর্ণবয়স্ক বাঘরোল রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী বাইক তাকে ধাক্কা মারে। গুরুতর আহত হয়ে কোমর ভেঙে বাঘরোলটি রাস্তার পাশে জলাভূমিতে পড়ে যায়। গ্রামের লোক আগে এরকম প্রানী দেখেনি তাই দ্রুত খবর ছড়িয়ে পড়ে এলাকায় একটি বাঘের মতো প্রানী আহত হয়ে পড়ে আছে রাস্তার পাশে।
পাঁশকুড়ায় বাড়ি ঘাটাল পলিটেকনিকের প্রথম বর্ষের ছাত্র সৈকত ঘোড়ুই সাবসীটে মামার বাড়িতে পুজোয় ঘুরতে এসেছিল। বাঘরোলটিকে বাঁচানোর জন্য সে গ্রামের লোককে বোঝায় একে কোনোভাবে আঘাত না করতে। সৈকতএলাকার লোকদের থেকেপরিবেশ কর্মী ও বন্যপ্রাণী উদ্ধারকারী চিত্রক প্রামাণিকের ফোন নম্বর জোগাড় করে চিত্রককে পুরো বিষয়টি জানায়।খবর পেয়েই প্রবল বৃষ্টি মাথায় নিয়ে চিত্রক, ইমন ধাড়া ও রঘুনাথ মান্না ঘটনাস্থলে যায়। গিয়ে দেখে ততক্ষণে পূর্নবয়স্ক পুরুষ বাঘরোল টি কোমর টেনে টেনে মাঠের মাঝখানে চলে গেছে। বন বিভাগের কর্মীরাও আসেন। বৃষ্টির মধ্যে হাঁটু জল ও জঙ্গল দিয়ে গিয়ে ঝুঁকি নিয়ে বহু কষ্টে বাঘরোল টিকে উদ্ধার করে। বাইকের ধাক্কায় বাঘরোল টির কোমর ভেঙে গেছে। গড়চুমুক প্রানী চিকিৎসা কেন্দ্রে বাঘরোল টিকে নিয়ে যাওয়া হয়।
চিত্রক বলেন, হাওড়া জেলার বাগনান আমতা , শ্যামপুরের বিস্তীর্ণ জলাভূমিতে বাঘরোলের বসবাস। এরা বাঘ নয়। নিরীহ জঙলি বিড়াল। মাছের সাথে এরা ইঁদুর,সাপ খেয়ে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে। কিন্তু বাসস্থান সংকটের জন্য এরা আজ বিপন্ন।
এছাড়া প্রায়ই রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় এরা মারা পড়ছে। রাজ্যপ্রানী বাঘরোল কে এখনই গুরুত্ব সহকারে সংরক্ষণ করা জরুরি। এদের চলাচলের করিডরে চাই স্পীড ব্রেকার ও সচেতনতামূলক হোডিং। এদের বাঁচিয়ে রাখতে চাই ফিশিং ক্যাট স্যাংচুয়ারি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct