আমীরুল ইসলাম, বোলপুর: শান্তিনিকেতন কবিগুরু হস্তশিল্প মার্কেটের সামনে আজ শুক্রবার সকাল থেকে শুরু হয় ধন্যা মঞ্চ। এই ঝরনা মঞ্চে শামিল তৃণমূলের কর্মীবৃন্দ। বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা মহাশয় এর নেতৃত্বে এই ধরনা মঞ্চ শুরু হয়। ধনা মঞ্চের মূল কারণ বেশ কিছুদিন আগে শান্তিনিকেতন কে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষিত হয়। ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষিত হওয়ায় শান্তিনিকেতন তথা সারা বিশ্ব বিশ্ববাসী আনন্দে উৎফুল্ল। কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্বভারতীতে যে ফলক লাগানো হয়েছে তাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নেই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্যবাহিত শান্তিনিকেতন স্বয়ং রবীন্দ্রনাথের নাম বাদ গিয়েছে। তাহলে ফলকে নাম আছে কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। অবিলম্বে এই ফলক বাতিল করার দাবিতে অবস্থান-বিক্ষোভ। এতে সামিল হয়েছিলেন রবীন্দ্র অনুরাগী, তৃণমূলের কর্মী সমর্থকরা বিশ্বভারতীর প্রাক্তনী ও অন্যান্য বিশিষ্টজনেরা। তারা এদিন কবিগুরু রবীন্দ্রনাথের ছবি নিয়ে বিক্ষোভে সামিল হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct