এম মেহেদী সানি, অশোকনগর: উত্তর ২৪ পরগনার অশোকনগরে মহা সাড়ম্বরে অনুষ্ঠিত হল দূর্গাপুজোর কার্নিভাল ও মৃৎশিল্পী সম্বর্ধনা ৷ কলকাতা রেড রোডের দূর্গাপুজোর কার্নিভালের আদলে অনুষ্ঠিত দ্বিতীয় বর্ষে অশোকনগরের দূর্গাপুজোর কার্নিভাল ঘিরে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ৷ অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর উদ্যোগে এবং আশোকনগর কল্যাণগড় পৌরসভা ও আশোকনগর থানার সহযোগিতায় অনুষ্ঠিত এই কার্নিভালে ১৫ টি পুজো কমিটি অংশগ্রহণ করে ৷ মুখ্য উদ্যোক্তা বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাঙালির দূর্গাপুজো আজ বিশ্ব স্বীকৃত ৷
পাশাপাশি মুখ্যমন্ত্রীর ভাবনায় রেডরোডে অনুষ্ঠিত দুর্গাপুজোর কার্নিভাল আলাদা মাত্রা যোগ করেছে ৷ মানবিক মুখ্যমন্ত্রীর সেই ভাবনাকে পাথেয় করে অশোকনগরে গত বছর থেকে অনুষ্ঠিত হচ্ছে দূর্গাপুজো কার্নিভাল৷ এ দিন নিউমার্কেট থেকে চৌরঙ্গী মোড় পর্যন্ত একে একে পুজো কমিটিগুলি তাদের প্রতিমা নিয়ে আসেন এবং তাঁরা তাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান পরিবেশন করেন। এইসব পুজো কমিটিগুলির পক্ষে শিশু কিশোর কিশোরী যুবক যুবতী ও বয়স্করা তাদের অনুষ্ঠান পরিবেশন করে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct