আপনজন ডেস্ক: টি–টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেও সর্বশেষ অর্থবছরে লাভ করতে পারেনি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ২০২২–২৩ অর্থবছরে সংস্থাটির ১ কোটি ৬৯ লাখ মার্কিন ডলার লোকসান হয়েছে, যা ভারতীয় মুদ্রায় ১৮৬ কোটি ৫৭ লাখ টাকার বেশি।
পুরো অর্থবছর মিলিয়ে ক্ষতি হলেও টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভালোই আয় হয়েছিল সিএর। গত বছরের অক্টোবর–নভেম্বরে বিশ্বকাপ আয়োজন করে ৪ কোটি ২৫ লাখ ডলার বা প্রায় ৪৭০ কোটি টাকা আয় করেছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। গতকাল প্রকাশিত সিএর বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ২০২২–২৩ অর্থবছরের মধ্যে গ্যালারিতে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড দেখেছে অস্ট্রেলিয়া। টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচ দেখতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজে) ছিলেন ৯২ হাজার দর্শক। এ ছাড়া পার্থ স্টেডিয়ামে ব্রিসবেন হিট ও পার্থ স্করচার্সের বিগ ব্যাশ ফাইনালেও ছিলেন ৫৩ হাজার ৮৬৬ দর্শক। তারপরও লাভে না থাকার অন্যতম কারণ হিসেবে অ্যাশেজের অনুপস্থিতির কথা বলা হয়েছে। সিএর প্রতিবেদনে বলা হয়, ২০২৪–৩১ সময়ের জন্য ১৫১ কোটি ২০ লাখ মার্কিন ডলারের মিডিয়া স্বত্ব চুক্তি করা হয়েছে। চুক্তিতে অস্ট্রেলিয়ায় খেলা দেখানোর স্বত্ব দেওয়া হয়েছে ফক্সটেল গ্রুপ ও সেভেন ওয়েস্ট মিডিয়াকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct