আরবাজ মোল্লা, নদিয়া: নদিয়ায় সরকারি বিদ্যুৎ দপ্তরের নতুন ভবন নির্মাণের ভিত খুড়তেই চক্ষু চড়ক গাছ! একের পর এক বেরিয়ে আসছে মানুষের মাথার খুলি হাড়গোড়। লোকালয়ে সরকারি জায়গায় নতুন নির্মাণ কার্য চলাকালীন মৃতদেহর মাথার খুলি এবং দেহের হাড় উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য নদিয়ার শান্তিপুরে। এলাকায় আতঙ্ক।চাঞ্চল্যকর ঘটনাটি নদীয়ার শান্তিপুর শহরের ১৮ নম্বর ওয়ার্ডের তোপখানাপারা চারমাথা মোড়ে। জানা গেছে সেখানে বহু পূর্বে ব্যক্তি মালিকাধীন থাকলেও বেশ কিছু বছর আগে রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন সংস্থা একটি জায়গা কেনে সাব স্টেশন করার জন্য। তারই খনন কাজ শুরু হয়েছে কয়েক মাস আগে। এদিন মাটি খোঁড়াখুড়ির ফলে উদ্ধার হয় মানুষের মাথার খুলির কয়েকটি অংশ।তা নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছাড়াই এলাকায়, রাজমিস্ত্রিরা কাজ ছুটি করে যাওয়ার আগে হঠাৎ লক্ষ্য করেন মৃতদেহর হাত এবং পায়ের বেশ কিছু বড় হাড়। তড়িঘড়ি তারা ওই অংশে টিন চাপা দিয়ে কাজ বন্ধ করে দেন। এই নিয়ে এলাকায় যথেষ্ট চাঞ্চল্যর সৃষ্টি হয়। এ প্রসঙ্গে ওই এলাকার জনপ্রতিনিধি মইনুদ্দিন খান জানাচ্ছেন,পার্শ্ববর্তী রাজপুত পাড়া এবং ওই এলাকা তোপখানা পাড়া বরাবরই মুসলমান অধ্যুষিত এলাকা।বহু প্রাচীনকালে সম্রাট ঔরঙ্গজেব খান সেনাদের বসতি স্থাপন করেছিলেন ওখানে।সেই হিসেবে বাড়িতে বাড়িতে কবরের ব্যবস্থা ছিলো।তাই হয়তো খননের ফলে উঠে আসছে।তবে এই নিয়ে চাঞ্চল্যের কিছু নেই,আমি ইলেকট্রিক সাপ্লাই এবং শান্তিপুর থানার সাথে কথা বলবো। যদিও এ প্রসঙ্গে ওই স্থানে কর্মরত শ্রমিকরা বলছেন প্রথমের দিকে একটু আতঙ্কের মধ্যে ছিলাম আমরা, কিন্তু এখন সবটাই স্বাভাবিক, নিশ্চিন্তে কাজ করছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct