আপনজন ডেস্ক: ২০২২-২৩ মৌসুম শেষে প্রিমিয়ার লীগ টেবিলের শীর্ষ চারে জায়গা না হয়নি লিভারপুলের। এতে উয়েফা ইউরোপা লীগে অবনমন হয় অলরেডদের। ইউরোপের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতায় অবশ্য ছন্দ দেখাচ্ছে ইয়ুর্গেন ক্লপের দল। উড়ছে টানা তিন জয়ে। বৃহস্পতিবার সবশেষ ম্যাচে অ্যানফিল্ডে ফরাসি লিগ ওয়ান ক্লাব তুলুজকে ৫-১ গোলে হারায় লিভারপুল। এতে ৩৩ বছরের পুরনো একটি স্মৃতি ফিরিয়েছে অলরেডরা। একইসঙ্গে রেকর্ড গড়েছেন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ।
২০২৩-২৪ মৌসুমে ঘরের মাঠে খেলা ৭টি ম্যাচে শতভাগ জয় পেয়েছে লিভারপুল। ১৯৯০-৯১ মৌসুমের পর প্রথমবারের মতো এমন কীর্তি গড়লো অলরেডরা। সেবারও ৭ ম্যাচে ৭ জয় পেয়েছিল লিভারপুল।
ঘরের মাঠে ম্যাচের ৯ম মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। গোলটি করেন পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোটা।
১৬তম মিনিটে তুলুজকে সমতায় ফেরান দলটির ডাচ্ ফরোয়ার্ড দিজ ডালিঙ্গা। ৩০তম মিনিটে আবার এগিয়ে যায় লিভারপুল। গোলটি করেন জাপানিজ মিডফিল্ডার ওটারু এন্দো। ৩৪তম মিনিটে উরুগুইয়ান তারকা ডারউইন নুনেজের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় লিভারপুল। ৬৫তম মিনিটে স্কোরলাইন ৪-১ করেন অলরেডদের ডাচ্ মিডফিল্ডার রায়ান গ্রাভেনবার্চ। ৯০+৩তম মিনিটে স্কোরশিটে নাম তোলেন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। আর এতেই রেকর্ডবুকে নাম তোলেন তিনি। ইউরোপিয়ান প্রতিযোগিতায় তুলুজের বিপক্ষে নিজের ৪৩তম গোলটি পেলেন সালাহ। ইংলিশ প্রিমিয়ার লীগে খেলা ফুটবলারদের মধ্যে যা সর্বোচ্চ।
উয়েফা ইউরোপা লীগে ৩ ম্যাচে তিন জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপ টেবিলের শীর্ষে অবস্থান করছে লিভারপুল। ৪ পয়েন্ট নিয়ে তিনে তুলুজ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct