আপনজন ডেস্ক: আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, স্বামী-স্ত্রী বেঁচে থাকলে সরকারি কর্মচারীরা দ্বিতীয় বিয়ে করতে পারবেন না এবং যদি তারা আবার বিয়ে করতে চান তবে তাদের রাজ্য সরকারের অনুমতি নিতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, এই আদেশ কঠোরভাবে প্রয়োগ করা হবে কারণ, মৃত সরকারি কর্মচারীদের দুই স্ত্রী পেনশন দাবি করছেন এমন বিরোধ রয়েছে। এ বিষয়ে অতিরিক্ত মুখ্য সচিব নীরজ ভার্মা গত ২০ অক্টোবর এই বিজ্ঞপ্তি জারি করলেও বৃহস্পতিবার তা প্রকাশ্যে আসে। বিজ্ঞপ্তিতে বলা হযেছে, কোনও সরকারি কর্মচারী, যার স্ত্রী বেঁচে আছেন তিনি সরকারের অনুমতি না নিয়ে অন্য বিয়ে করতে পারবেন না, যদিও ব্যক্তিগত আইন অনুসারে এই ধরনের বিবাহ তার জন্য প্রযোজ্য। আদেশে বলা হয়, যেসব সরকারি কর্মচারী দ্বিতীয় বিয়ে করেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যদি প্রথম বিবাহের স্ত্রী জীবিত থাকে। এমনকী তাদের ধর্মে অধিকার থাকলে। আর, কোনও মহিলা সরকারি কর্মচারী স্বামী জীবিত থাকতে দ্বিতীয় বিযে করতে পারবেন না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct