নিজস্ব প্রতিবেদক, হাওড়া: শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়ার একটি নার্সিংহোমে। ভাঙচুর করা হয় নার্সিংহোমে। নার্সিংহোম কর্মীদের মারধরেরও অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ। অভিযোগ, দুদিন আগে সদরঘাট এলাকার বাসিন্দা এক প্রসূতি কন্যা সন্তানের জন্ম দেন। শুক্রবার সকালে হঠাৎ করেই একজন নার্স সদ্যোজাত ওই শিশুকে তার মায়ের কাছে রেখে দিয়ে চলে যায়। শিশুটি নড়াচড়া করছে না দেখে মা চেঁচামেচি করতে থাকলে নার্স এসে জানায় শিশুটি মারা গেছে। এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিশুটির পরিবারের দাবি নার্স শিশুটিকে ফেলে দিয়ে মেরে ফেলেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct