আপনজন ডেস্ক: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনকে যুদ্ধ নয় ‘গণহত্যা’ বলে উল্লেখ করেছেন। এছাড়া অবিলম্বে এই সংঘাত বন্ধের আহ্বানও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার ব্রাজিলের প্রেসিডেন্ট প্রাসাদে ফেডারেশন কাউন্সিলের এক অনুষ্ঠানে অংশ নিয়ে হামাস-ইসরায়েল যুদ্ধ সম্পর্কে লুলা বলেন, গাজায় সংঘাত কোনও যুদ্ধ নয় বরং ‘গণহত্যা’; যা হাজার হাজার শিশুর প্রাণ কেড়ে নিচ্ছে।
ব্রাজিলের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কাতারের আমির তামিন বিন হামাদ আল-থানির সাথে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কীভাবে থামানো যায়, সেই বিষয়ে টেলিফোনে কথা বলবেন তিনি।
লুলা বলেন, ‘এটা কোনও যুদ্ধ নয়, এটা গণহত্যা। প্রায় ২ হাজার শিশুকে হত্যা করা হয়েছে; যাদের এই যুদ্ধের সঙ্গে কোনও সম্পর্ক নেই, তারা এই যুদ্ধের শিকার হয়েছে। যুদ্ধের ফলে নিষ্পাপ শিশুরা মারা যাবে, এটা জানার পরও একজন মানুষ কীভাবে যুদ্ধ করতে পারেন, তা আমি সত্যিই জানি না।’
তিনি বলেন, মিশরের সীমান্ত থেকে কয়েক কিলোমিটার দূরে গাজা উপত্যকায় আটকা পড়া ব্রাজিলীয়দের প্রথম দিকে মুক্ত করে দেওয়া যেতে পারে কি না তা দেখার জন্য কাতারের আমিরের সাথে আমার টেলিফোনে আলোচনা হবে। গাজায় আটকা ব্রাজিলীয়রা দেশে ফিরতে চান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct