আপনজন ডেস্ক: ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)-এর পাঠ্যপুস্তকে ‘ইন্ডিয়া’-এর বদলে ‘ভারত’ লেখার প্রস্তাবকে প্রতিহত করতে নতুন পাঠ্যপুস্তক আনার কথা ভাবছে কেরল সরকার। কেরল এর আগে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য সহায়ক পাঠ্যপুস্তকে মহাত্মা গান্ধীর হত্যা এবং মুঘল সাম্রাজ্যের অংশগুলি অন্তর্ভুক্ত করেছিল যেগুলি পাঠ্যপুস্তক থেকে এর আগে বাদ দিয়েছিল এনসিইআরটি।
কেরলের শিক্ষামন্ত্রী এবং সিপিএম নেতা ভি সিভানকুট্টি বলেছেন, এনসিইআরটি যদি পাঠ্যপুস্তকে ‘ইন্ডিয়া’ নামটির পরিবর্তে ‘ভারত’ নামটি প্রতিস্থাপনের জন্য সামাজিক বিজ্ঞানের উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ বাস্তবায়ন করে তবে এই ধরনের পাল্টা পদক্ষেপ নেওয়া হবে। কেরলের স্কুলগুলিতে ব্যবহৃত ১২৪টি পাঠ্যপুস্তকের মধ্যে মাত্র ৪৪টি এনসিইআরটি প্রকাশ করেছে। কেন্দ্র যদি নিজের স্বার্থ নিয়ে এগোয় তাহলে কেরল সরকার রাজ্য শিক্ষা বোর্ডের সঙ্গে আলোচনা করে রাজ্যেও বই প্রকাশের বিকল্প খতিয়ে দেখবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct