রঙ্গিলা খাতুন, কান্দি: দশমীর রাতে নির্দল কাউন্সিলরের বাড়িতে হামলা, বাড়ি ভাঙচুর নিয়ে চরম উত্তেজনা কান্দিতে। পুজোর বিসর্জনকে কেন্দ্র করেই উত্তপ্ত হল এলাকা। ঘটনার গভীরতা এতটাই ছিল যে, প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে হামলা করে উত্তেজিত জনতা। বেশ কয়েক ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদের কান্দিতে।
জানা গিয়েছে মাঝরাতে ঠিক যখন ঘাটে ঘাটে চলছে প্রতিমা বিসর্জন, সেই সময় অতর্কিতে হামলা মুর্শিদাবাদের কান্দি পুরসভা এলাকার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গুরুপদ মুখোপাধ্যায়ের বাড়িতে। কান্দির ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুকন্যা দত্ত ঘোষের স্বামী সুপ্রিয় ঘোষের নেতৃত্বে গুরুপ্রসাদের বাড়িতে এই হামলা চলে বলে অভিযোগ উঠেছে। মূলত এলাকা দখল নিয়েই এই লড়াই বলে জানা যাচ্ছে।
দুই পক্ষের অনুগামীদের হাতাহাতি এতটাই চরমে পৌঁছয় যে পুলিশকে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দিতে হয়। দুপক্ষের হাতাহাতিতে ইতিমধ্যেই ৮ আহত হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের কান্দি হাসপাতেলে ভর্তি করা হয়েছে। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হয়েছে। জানা গিয়েছে, নির্দল থেকে জয়ী হয়ে কাউন্সিলর হয়েছিলেন ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী গুরুপ্রসাদ । পরে তৃণমূলে যোগ দেন তিনি। এরপর থেকেই বিবাদ চলছিল যা পরবর্তীতে গোষ্ঠী কোন্দলে প্রকাশ্যে চলে এলো।
৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গুরুপদ মুখোপাধ্যায় জানিয়েছেন, ১০ নম্বর ওয়ার্ডে পুজো নিয়ে কোনও ঝামেলা হয়েছিল। তার জেরেই আচমকা ৬০-৭০ জন মিলে হামলা চালায়। বাড়ির দরজা ও গেট ভাঙা সম্ভব না হলেও চারপাশে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। তাঁর দাবি, আইসি-কে সরিয়ে দিয়ে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। বাড়িতে সেই সময় একা ছিলেন কাউন্সিলর। তিনি বলেন, “তৃণমূলের একটা গোষ্ঠীর লোকজন মদ্যপ অবস্থায় এই কাজ করেছে।” তবে গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব মানতে নারাজ কাউন্সিলর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct