সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: গতবছর ১১ই আগস্ট গরু পাচার কাণ্ডে কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেপ্তার হন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বর্তমানে তিনি ও মেয়ে সুকন্যা তিহার জেলে বন্দি।
বীরভূমের নানুর ব্লকের হাটসেরান্দী গ্রামে অনুব্রত মণ্ডলের গ্রামের বাড়ি। প্রতি বছর নিয়ম করে দুর্গাপূজোয় অংশগ্রহণ করতেন অনুব্রত মন্ডল। বিগত দুবছর ধরে জেলবন্দি থাকায় অনুপস্থিত তিনি।
অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা আগেই অভিযোগ করেছিল, বাবা জেলবন্দী হওয়ার পর কোন তৃণমূল নেতা যোগাযোগ রাখে না। এবারের গ্রামের দুর্গা পুজোতেও কোন জনপ্রতিনিধি ও নেতাদের দেখা যায়নি। ব্যতিক্রমী কাজল শেখ ছাড়া। সপ্তমীর সন্ধ্যায় নানুরের তৃণমূল বিধায়ক বিধানচন্দ্র মাঝিকে নিয়ে হাটসেরান্দি অনুব্রত মণ্ডলের গ্রামের বাড়িতে পৌঁছে যান কাজল। ঠাকুরদালানে বসেছিলেন অনুব্রত মণ্ডলের ছোট ভাই প্রিয়ব্রত মণ্ডল, দাদা সুব্রত মণ্ডল এবং কেষ্ট মন্ডলের দিদিরা। কাজল শেখ অনুব্রতর ভাই ও দিদিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। খোঁজখবর নেন দুর্গা পুজো কেমন চলছে ? কোন অসুবিধা আছে কিনা ? সবরকম সহযোগিতার আশ্বাস দেন। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল জানান, অনুব্রত মণ্ডল আমার অভিভাবক। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। তিনি অনুপস্থিত। তাই ওনার বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করলাম। কেষ্ট মন্ডলকে মিথ্যা মামলায় জেলবন্দি করে রেখেছে। মা দুর্গার আশীর্বাদে তিনি আবার স্বমহিমায় ফিরবেন।
অনুব্রত মণ্ডলের ভাই সুমিত মন্ডল জানান, অন্যান্য বছর যখন দাদা থাকতো প্রচুর নেতা-মন্ত্রী সাংসদরা আসতেন। এবারে কারোর দেখা নেই। কাজল দা এসেছেন ভালো লাগছে। আশা করি সকলেই আসবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct