নিজস্ব প্রতিবেদক, কলকাতা: অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন আবুল কাশেম ফজলুল হক, যিনি শেরে বাংলা এবং হক সাহেব নামে পরিচিত ছিলেন। তাঁর জন্মের সার্ধশতবার্ষিকী উদযাপিত হতে চলেছে এই বছর। এই উপলক্ষ্যে ভূমিপুত্র উন্নয়ন মোর্চা অফ ইন্ডিয়া(BHUMI)-র তরফ থেকে তাঁকে স্মরণ করে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে কলকাতার মহাবোধি সোসাইটি হলে ২৬শে অক্টোবর ২০২৩ বৈকাল ৩ ঘটিকায়। এই অনুষ্ঠানে ইতিহাসবেত্তা খাজিম আহমেদ সহ বিভিন্ন ইতিহাসবিদ ছাড়াও জ্ঞানীগুণী রাজনীতিবিদরাও বক্তব্য রাখবেন। শেরে বাংলার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে একটি স্মরণিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। তার পাশাপাশি শেরে বাংলা বিষয়ক একটি তথ্যচিত্রও দেখানো হবে বলে জানা গেছে।এই অনুষ্ঠানে শেরে বাংলা সম্মাননাও প্রদান করা হবে। আজকের বাংলায় বহু শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসনিক ব্যবস্থা, আইনি সংস্কার যে আবুল কাশেম ফজলুল হকের অবদান সেই মানুষটাকে বিস্মৃতির আড়াল থেকে উদ্ধার করে মানুষের মধ্যে শেরে বাংলা চর্চা ছড়িয়ে দেওয়ার জন্য এই অনুষ্ঠানের উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct