নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: ২২ অক্টোবর রবিবার চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত বঙ্গসাহিত্য সম্মেলন ১৪৩০ তে বিজ্ঞ আলোচকরা বলেন, বাংলাভাষা নানামুখি ষড়যন্ত্রে আক্রান্ত হলেও সমৃদ্ধি ও গৌরব আজো বিশ্ব দরবারে বিরল সম্মানের সাথে আছে। বাংলাদেশ এবং ভারত আলাদা দুটি স্বাধীন রাষ্ট্র হলেও ভাষাগত ঐক্য আমাদের চিন্তাচেতনাকে কাছাকাছি করে রেখেছে। নানামুখি আগ্রাসনে আক্রান্ত হলেও বাংলাভাষার সমৃদ্ধি ও উন্নয়নে দুই দেশের লেখদের আন্তরিকভাবে কাজ করে যেতে হবে। সমাজ বিনির্মাণে সাহিত্যের ভূমিকা অপরিসীম। বাংলা ভাষা ও সাহিত্যকে আরো শ্রীবৃদ্ধি ও মর্যাদাবান হিসেবে গড়ে তুলতে কবি সাহিত্যিক লেখক গবেষক শিক্ষাবিদ সাংবাদিকদের আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। ‘ বিভিন্ন দেশের কবিরা গর্জে ওঠেন কবিতা পাঠের মধ্যে দিয়ে ফিলিস্তিনে নির্মমভাবে গণহত্যার প্রতিবাদে। বাংলাদেশ ভারত নেপাল ইতিহাস মঞ্চ, বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদ ও চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হয়। মঞ্চের সভাপতি লেখক লায়ন দুলাল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে ও বাংলাদেশ ভারত নেপাল ইতিহাস মঞ্চের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ইতিহাসবিদ সোহেল মো. ফখরুদ-দীনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনবিদ, বাংলাদেশ হাইকোর্ট ও সুপ্রীম কোর্টের প্রবীন আইনজীবী মুকুল কান্তি দেব। সম্মিলনের আলোচনায় অতিথি হিসেবে অংশ গ্রহন করেন, ভারতের বিশিষ্ট লেখক অধ্যাপক দেব কন্যা সেন, শিক্ষক ও সাংবাদিক আজিজুল হক, অধ্যাপক ড. উত্তোম কুমার বড়ুয়া, অধ্যাপক ড. দীপঙ্কর শ্রীজ্ঞান বড়ুয়া, অধ্যাপক ড. সুদীপ্তা বড়ুয়া, কবি ড. আবুল হাসান, আন্তর্জাতিক বক্তা ও পশ্চিমবঙ্গের বিশিষ্ট লেখক মুফতি আতিকুর রহমান, বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ লেখক ড. আতিউর রহমান,বিশিষ্ট ভাষা গবেষক ড. মুক্তাদীর, বীরগেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ, ড. সবুজ বড়ুয়া শুভ, লায়ন শওকত আলী নুর, অধ্যাপক ড. রুপেন বড়ুয়া, কবি আবদুল আলিম, ইতিহাসবিদ এইচ এম আবদুল্লা সরদার, কবি নুর নবী জমাদার, সমাজসেবী শাজাহান লস্কর, কবি শাহাউদ্দিন পিয়াদা,কবি আরিফ এমডি খান, কবি মনজুর আলম লস্কর, জিএম মামুনুর রশীদ, কবি কুতুবউদ্দিন বখতিয়ার, অধ্যাপক জিতেন্দ্র লাল বড়ুয়া, কবি আলমগীর হোসাইন, কবি ইমরানুল ইসলাম, লেখক গবেষক হানিফ মান্নান কাদেরী, কবি দেলোয়ার হোসেন মানিক, কবি সাফাত বিন সানাউল্লাহ, প্রবীন শিক্ষাবিদ নীহারেন্দু বড়ুয়া, কবি পুরবী বড়ুয়া,বীরমুক্তিযোদ্ধা গোলাম নবী, অলক বড়ুয়া, অধ্যাপক দিদারুল আলম,শান্তিময় চৌধুরী, পিয়ালী চৌধুরী, রীটা সেন, মুজিবুর রহমান, পারুল আকতার, জিয়াউদ্দিন সরকার প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct