আপনজন ডেস্ক: কর্নাটকের কংগ্রেস সরকার বলেছে, রাজ্য সিবিল সার্ভিসের পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের জন্য হিজাবের উপর কোনও নিষেধাজ্ঞা থাকবে না। রাজ্যের শিক্ষামন্ত্রী এমসি সুধাকর বলেন, কর্নাটকের সরকারি বিভাগে শূন্যপদ পূরণের জন্য ২৮ এবং ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা হিজাব পরতে পারবেন। কর্নাটক এক্সামিনেশন অথরিটি বা কেইএ নিট পরীক্ষার নির্দেশিকা অনুসরণ করবে। মন্ত্রীর এই ঘোষণায় হিজাবের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে সংঘ পরিবারের সংগঠন। সুধাকর সাংবাদিকদের বলেন, আমি মনে করি যারা প্রতিবাদ করছেন তাদের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ‘নিট’-রে গাইডলাইন যাচাই করা উচিত। আমি জানি না কেন তারা এটাকে ইস্যু বানাচ্ছে। নিট পরীক্ষায় হিজাব পরার অনুমতি দেওয়া হয়েছে।
কেইএ হল রাজ্য সরকারের সংস্থা যা সরকারি বিভাগ এবং বিভিন্ন রাজ্য বোর্ডে শূন্যপদ পূরণের জন্য পেশাদার কোর্স এবং নিয়োগ পরীক্ষার জন্য প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করে।উল্লেখ্য, ২০২২ সালে কর্নাটকে হিজাব একটি বিতর্কিত ইস্যু হয়ে ওঠে যখন তৎকালীন বিজেপি সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ইউনিফর্ম নির্ধারণ করা ক্ষমতা দেয়, যা কার্যত হিজাবে নিষেধাজ্ঞা হিসাবে দেখা হয়। কারণ, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি শ্রেণিকক্ষে হিজাব নিষিদ্ধ করার জন্য সংঘ পরিবারের চাপকে অমান্য করার সাহস করবে না।বর্তমান কংগ্রেস সরকার পুনরায় হিজাব চালু করায় বিরোধিতায় নেমেছে সংঘ পরিবার। বুধবার বেঙ্গালুরুতে হিজাবের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সংঘ পরিবারের সংগঠন হিন্দু জন জাগরণ সমিতি পুলিশের কাছে অনুমতি চায়।তবে এদিন, কর্নাটকের শিক্ষা মন্ত্রী স্পষ্ট করে দেন, কেইএ কর্নাটক সরকারের চাকরির পরীক্ষায় হিজাব অনুমোদন করেছে। কারণ, বহু মুসলিম মহিলা পরীক্ষার্থী মাথায় স্কার্ফ পরে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct