আপনজন ডেস্ক: উত্তর-পূর্ব দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গায় হত্যার দায়ে ১১ জন অভিযুক্তকে বুধবার আদালত বেকসুর খালাস করে দিয়েছে। তারা হলেন মহম্মদ ফয়সাল, রশিদ, আশরাফ, রশিদ ওরফে রাজা, শাহরুখ, শোয়েব ওরফে ছোটোয়া এবং মুহাম্মদ তাহির৷ প্রমুখ। তাদের মুক্তির জন্য জমিয়ত উলেমা হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানির হয়ে মামলাটি লড়েন আইনজীবী আবদুল গফফার ও সেলিম মালিক। অভিযুক্তদের বিরুদ্ধে দিল্লির গোকুলপুরী এলাকায় একটি মিষ্টির দোকানে কাজ করা ২২ বছর বয়সি দিলবর নেগিকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এই ক্ষেত্রে, দিল্লি পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে গোকুলপুরি থানায় আইপিসির ৩০২ ধারা সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করে। ২০২০ সালের ৪ জুন চার্জশিট দাখিল করা হয়। এএসজে আদালত শুনানিতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা খারিজ করে দিয়ে বলেছে, পুলিশ এত গুরুতর মামলায় উদাসীনতা দেখিয়েছে এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে ব্যর্থ হয়েছে এবং নিরপরাধ ব্যক্তিদের গ্রেফতারের পরিবর্তে তারা তাদের গ্রেফতার করেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct