আপনজন ডেস্ক: বারানসীর জ্ঞানবাপি মসজিদের অভ্যন্তরে ওজুখানা এলাকায় ভারতীয় প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ বা এএসআইকে দিয়ে সমীক্ষা করার আর্জি জানিয়েছিলেন রাখী সিং। বারানসীর একটি জেলা আদালত শনিবার সেই আবেদন খারিজ করে দিয়েছে। জেলা আদালতের বিচারক অজয় কৃষ্ণ বিশ্বেশ বলেন, ওজুখানার সমীক্ষার নির্দেশ দিলে সুপ্রিম কোর্টের ২০২২ সালের ১৭ মে-র আদেশের লঙ্ঘন হতে পারে। উল্লেখ্য, জ্ঞানব্যপি মসজিদের উপাসনা অধিকার মামলায় রাখী সিং নামে এক হিন্দু আবেদনকারী গত আগস্টে বারাণসীর জেলা জজের কাছে নতুন করে আবেদন করেন, যাতে এএসআইকে মসজিদের ওজুখানা এলাকা সমীক্ষাকরার নির্দেশ দেওয়া হয়। আবেদনকারী রাখি সিং বলেন, ১৯৪৭ সালের ১৫ আগস্ট থেকে কার্যকর হওয়া জ্ঞানবাপি মসজিদ প্রাঙ্গণের ধর্মীয় চরিত্র চিহ্নিত করা ইস্যুটি এই আদালতকে সিদ্ধান্ত নিতে হবে। সেই আর্জি বারানসীর জেলা আদালত বাতিল করে দেওয়ায় রাখী সিং-এর আইনজীবী সৌরভ তিওয়ারি এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct