এম, এ মনু, উলুবেড়িয়া, আপনজন: শারদীয়া পূজা উপলক্ষে বাউড়িয়া ছ-নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডেভিড রাও বাড়ি বাড়ি ঘুরে দুস্থ পরিবারের হাতে বস্ত্র তুলে দেন, যেখানে ঘটা করে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে লোক জমায়েত করে সাংবাদিক ডেকে ক্যামেরা সামনে পরিবারের হাতে বস্ত্র তুলে দেওয়া রীতি সর্বত্র, সেই জায়গায় প্রচার না করে বাড়ি বাড়ি গিয়ে বস্ত্র বিতরণ,করা হলো, এমনটা কেন হলো? গরীব অসহায় ব্যক্তির আত্মসম্মানবোধ আছে সেটাও উপলব্ধি করতে হয়। জনসমক্ষে দান করাটা তাদের কাছে আত্মসম্মানে লাগে, বিবেক বাধা দেয়, তাই অনাড়াম্বর উদ্যোগ, সহযোগী ছিলেন মিজানুর রহমান, মেঘনাদ রায়, বদ্রিনাথ রুইদাস, খোকন মন্ডল, সঞ্জীব রুইদাস, ঝুমা সেনদের সঙ্গে নিয়ে ৪২৫ জন পরিবারের মধ্য বস্ত্র বিতরণ করেন, এই এই উদ্যোগ সমাজে শিক্ষণীয় বিষয় বলে মনে করছেন অনেকেই সকলেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন,
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct