মোহাম্মাদ সানাউল্লা, লোহাপুর, আপনজন: অল ইন্ডিয়া টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সারা ভারতবর্ষ ব্যাপী একটি প্রচার অভিযান চালানো হচ্ছে।যার থিম "Enlightening Teachers, Nurturing Talents,Trans forming society" এই শিরোনামে। তারই অংশ হিসেবে শনিবার সকাল থেকেই অল ইন্ডিয়া টিচার্স অ্যাসোসিয়েশন বীরভূম জেলা সংগঠনের পক্ষ থেকে নলহাটি ২নং ব্লকের লোহাপুর বালিকা জুনিয়র বিদ্যালয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় । এদিন আলোচনা সভায় প্রায় ১২ জন শিক্ষক এই ক্যাম্পেইনের লক্ষ্য ও উদ্দেশ্য একই সঙ্গে একটি আদর্শ সমাজ এবং সুনাগরিক গঠনের জন্য শিক্ষকদের কি দায়িত্ব এবং কর্তব্য সে বিষয়ে আলোচনা করা হয়।এলাকার প্রায় অসংখ্য শিক্ষক এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন। অল ইন্ডিয়া টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ড: আয়াতুল্লাহ ফারুক মোল্লা, যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ড: ওবাইদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল হামিদ।সব শেষে অল ইন্ডিয়া টিচার্স অ্যাসোসিয়েশনের বীরভূম জেলা শাখার সভাপতি মহ: জাকারিয়া শেখ সভার সমাপ্তির সম্ভাষণ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct