সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: শরতের আকাশ দুর্গোৎসবের আনন্দে ভরে উঠেছে। প্রকৃতির কোনায় কোনায় ধ্বনিত হচ্ছে উৎসবে জয়বাদ্য। সেই উৎসবের মাঝে লেখকের কলমেও প্রস্ফুটিত হয়ে উঠেছে নিত্যনতুন জানা-অজানা তথ্যসহ বর্তমান সমাজে বয়স্ক মা-বাবাদের বৃদ্ধাশ্রমে পাঠানোর কথা অবলম্বনে নাটক। এ ছাড়া স্বপ্নে দেখা সাধক গোপীনাথ সম্পর্কিত ছড়া। সাধক গোপিনাথের অনেক কথা তুলে ধরেছেন সহজ সরল ভাষায়।সাধক গোপীনাথ এবং কালী মাতার বিস্তৃত বর্ণনা ছাড়াও পারিবারিক সাত পুরুষ বংশ তালিকা সহ নিজস্ব মৌলিক রচনায় লেখক প্রদীপ ঘোষ সাজিয়ে তুলেছেন সংবর্তিকা নামক সাহিত্য পত্রিকাটি। মহাষষ্টির সান্ধ্যকালীন সাহিত্যের আসরে খয়রাশোল আমরা সকলের মঞ্চ থেকেই পত্রিকাটির মোড়ক উন্মোচন করা হয়। উন্মোচন করেন স্বামি অচিন্ত্য মহারাজ। এছাড়া উপস্থিত ছিলেন শুভ্রা ও আনন্দধারা সাহিত্য পত্রিকার সম্পাদক সত্যজিৎ দাস, আবৃতি ও শ্রুতি নাটক শিক্ষিকা মীনাক্ষী লাহা পন্ডিত। তাছাড়াও সাহিত্যপ্রেমী নূপুর চক্রবর্তী, শিক্ষক প্রদীপ মন্ডল, অবসরপ্রাপ্ত শিক্ষক জগবন্ধু ঘোষ, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মী দিপালী সরকার, পলাশ চট্টরাজ সহ অন্যান্য সাহিত্যপ্রেমীদের উপস্থিতিতে সাহিত্য সভাটি সম্পাদিত হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct