এম মেহেদী সানি, বনগাঁ, আপনজনঃ রাজ্যের বিভিন্ন জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে ৷ আক্রান্তের সংখ্যা ও বাড়ছে৷ যদিও ডেঙ্গু নিয়ন্ত্রণে তৎপর রাজ্য প্রশাসন৷ বিভিন্ন জেলা ব্লক পৌরসভা গুলোকে কড়া পদক্ষেপ গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে৷ সেই নির্দেশকে পাথেয় করে এবার অভিনব উদ্যোগ গ্রহণ করলো উত্তর ২৪ পরগনা জেলার সীমান্ত শহর বনগাঁ পৌরসভা এলাকায় ৷ বনগাঁ পৌরসভার বাইশটা ওয়ার্ডে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুজোর কদিন সেলিব্রিটিদের উপস্থিতিতে পথ নাটিকা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ডেঙ্গু সচেতনতার পাঠ দিতে উদ্যোগী বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ ৷ এক এক দিনে ৫-৬ টি করে ওয়ার্ডে পূজা মন্ডপের সামনে অস্থায়ী মঞ্চগুলোতে ওই সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে ৷ পৌরসভার তরফে আমন্ত্রিত অভিনেত্রীকে এক নজর দেখতে ভিড় জমাচ্ছেন ওয়ার্ডের বিপুল সংখ্যক মানুষজন, সেই সুযোগকে কাজে লাগিয়ে ডেঙ্গু সচেতনতার পাঠ দেওয়া হচ্ছে ৷ কিছুদিন আগে বনগাঁ পৌরসভা এলাকায় ডেঙ্গুর আক্রমণে আক্রান্ত হয়েছিলেন বেশ কিছু মানুষ। গ্রাম থেকে আসা বেশ কিছু মানুষের, বনগাঁ হাসপাতালে ডেঙ্গুর আক্রমণে মৃত্যু হয়েছে । বনগাঁ শহর অঞ্চলে ডেঙ্গুর প্রকোপ না থাকলেও পৌরসভার পার্শ্ববর্তী বিভিন্ন ব্লক গুলোতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়াই যথেষ্টই উদ্বেগে রয়েছে বনগাঁ পৌরসভা। কারণ বেশিরভাগ সেই সমস্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসা করাতে পৌরসভার অধীনে থাকা বনগ্রাম মহকুমা হাসপাতালে আসতে হয় ৷ তাই বনগাঁ পৌরসভা এলাকার মানুষ সচেতন না হলে আগামী দিনে ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে মনে করছেন পৌরসভা কর্তৃপক্ষ ৷ তাই আগে ভাগেই বিভিন্ন সচেতনতা মূলক কর্মসূচি নেওয়া হচ্ছে পৌরসভার পক্ষ থেকে ৷ সর্বজনীন দূর্গা পুজোকে হাতিয়ার করে ডেঙ্গু সচেতনতায় পৌরসভার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্টজনেরা। বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ বলেন, 'পুজো দেখতে আসা মানুষ পূজা প্যান্ডেলের সামনে ভিড় করেন আর সেখানেই অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে এসে নাটকের মাধ্যমে প্রচার করা হচ্ছে এর ফলে ঠাকুর দেখতে আসা বহু সাধারণ মানুষ, তারাই নাটক দেখে সচেতন হচ্ছেন।'
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct