নিজস্ব প্রতিবেদক, হরিহরপাড়া, আপনজন: এসডিপআইয়ের হরিহরপাড়া বিধানসভা কমিটির উদ্যোগে আজ হরিহর পাড়া বাজারে ফুটবল ময়দান থেকে হসপিটাল মোড় অবধি একটি মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়, অবৈধ দখলদার রাষ্ট্র ইজরায়েল জিওনিস্টদের ফিলিস্তিনের মানুষ দের নির্বিচারে গনহত্যা বন্ধের দাবিতে এই পথ সভা হয়। উপস্থিত ছিলেন এস ডি পি আই মুর্শিদাবাদ দক্ষিণ জেলার সভাপতি রাহিদ হাসান মন্ডল এবং এস ডি পি আই এর যুবক কমিটির সদস্য মিজানুর রহমান এবং উক্ত সভাই উপস্থিত ছিলেন, হরিহারপাড়া হাজি এ কে খান কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক হুমায়ণ কবির ও আইনয়ের ছাত্র নাজমুল আলাম ও অনেক কর্মীবৃন্দ।। আজকের বক্তব্যে মিজানুর রহমান তার বলেন ইজরায়েল একটি অবৈধ রাষ্ট্র যার কোন অস্তিত্ব নেই এবং ফিলিস্তিনিদের কে স্বাধীনতা দিতে হবে ইত্যাদি বিভিন্ন দাবি তোলা হয় এবং অবৈধ ইসরাইলের পতাকা এবং ইসরাইলের প্রধানমন্ত্রীর ছবি পোড়ানো হয়। হরিহার পাড়ার বিভিন্ন প্রান্ত থেকে এসডিপির অগণিত কর্মী সমর্থক আজ উপস্থিত ছিলেন যার মধ্য দিয়ে আজকের প্রতিবাদ সভা সু সম্পন্ন হয়।।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct