এ. হক, মেমারি, আপনজন: প্রশাসনের নির্দেশে বর্ষাকালীন বালি উত্তোলন ও নদী বক্ষে মেশিন নামিয়ে যে কোনো ধরনের কাজ করা নিষিদ্ধ রয়েছে। এদিকে পুজোর ছুটির সুযোগে মেমারি থানার পাল্লা রোডের দামোদর নদে জেসিবি মেশিন নামিয়ে বাঁধ কেটে রীতিমত চলছে রাস্তা তৈরির কাজ। এমনকি, সরকারি অনুমতি ছাড়াই স্থানীয় কয়েকজন ব্যক্তি নদী থেকে বালি খনন করার প্রস্তুতি নিতে শুরু করেছে বলে জানা গেছে। এই ঘটনায় আলোড়ন ছড়িয়েছে।স্থানীয় দলুইবাজার ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান চুমকি মন্ডল জানিয়েছেন,’ বালির গাড়ি যাতায়াতের জন্য পঞ্চায়েত থেকে একটা রাস্তা তৈরি করার পারমিশন দেওয়া হয়েছিল। তবে,বালি তোলার কোনো অনুমতি আমরা দিতে পারিনা। তবে আজই শুনলাম যে নদীতে মেশিন নামিয়ে কাজ করছে ওরা। নিরুপম রায় ও দেবু হালদার নামে যে দুজনের নামে পারমিশন দেওয়া হয়েছিল, তাদের ফোন করে অবিলম্বে কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছি।’অন্যদিকে, মেমারি ১ এর বি এল আর ও বিশ্বজিৎ দাস বলেন,’ এই বিষয়ে আমার কাছে কোন খবর ছিল না। পুলিশ কে জানিয়ে দিচ্ছি।’ মেমারি থানাও এই বিষয়ে খোঁজ নেবে বলে জানিয়েছে। উল্লেখ্য, জেলা জুড়ে কখনো অবৈধ বলি উত্তোলন, অবৈধ ভাবে জমা করা, আবার কখনো ওভারলোড কিংবা সরকারি চালান ফাঁকি প্রভৃতির অভিযোগ প্রায়শই মিলে। ফলে, কখনো জোর ধরপাকড় চলে। আবার কিছুদিন পর সেই আগের মতই হতে শুরু করে। এমন অবৈধ কারবারে যেমন সরকারি রাজস্ব আদায় যথাযথ হয় না, তেমনি নিয়ম বহির্ভূত অত্যধিক বালি উত্তোলনের ফলে নদীরও প্রভূত ক্ষতি হয়। তাই, এলাকাবাসীদের দাবি, প্রশাসন যদি সারা বছর কড়া পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তাহলে বালি ঘাট গুলির নিয়ন্ত্রণ সরকার সরাসরি নিজের হাতে রাখুক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct