আপনজন ডেস্ক: ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় দুই বছরের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ হয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলার আলেহান্দ্রো গোমেজ। শুক্রবার স্প্যানিশ সংবাদমাধ্যম রেলেভোর খবরে এ তথ্য জানানো হয়। সংবাদমাধ্যমটির বরাতে একই খবর দিয়েছে স্পেনের মার্কা, আর্জেন্টিনার টিওয়াইসি স্পোর্টসসহ অন্যান্য সংবাদমাধ্যম। পাপু গোমেজ নামে পরিচিত ৩৫ বছর বয়সী এই উইঙ্গার বর্তমানে ইতালিয়ান ক্লাব মোনৎসায় খেলেন। গত নভেম্বরে বিশ্বকাপ খেলার সময় সেভিয়ায় ছিলেন তিনি। রেলেভোর খবরে বলা হয়, বিশ্বকাপ শুরুর কয়েক দিন আগে অসুস্থ বোধ করায় ছেলের সিরাপ খেয়েছিলেন বলে দাবি করেছেন গোমেজ। তবে এটি খাওয়ার বিষয়ে তিনি চিকিৎসকের পরামর্শ নেননি। ওই সিরাপ খেলোয়াড়দের জন্য নিষিদ্ধ ওষুধের তালিকার অন্তর্ভুক্ত।ক্লাব চিকিৎসকের অনুমোদন ছাড়া ওষুধ খাওয়ার সুযোগ না থাকলেও সেভিয়া এ নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি। পাপু গোমেজকে বিশ্বকাপ খেলার জন্য ছাড়াও হয়। মার্কার খবরে বলা হয়, ইউরোপীয় ফুটবল কর্তৃপক্ষ উয়েফার পক্ষ থেকে কয়েক মাস আগেই এ বিষয়ে গোমেজ ও সেভিয়ার সঙ্গে যোগাযোগ করেছে। তবে শাস্তির খবরটি এসেছে চলতি সপ্তাহে।এ বিষয়ে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, সেভিয়া শাস্তির বিষয়টি জানে না। তবে গোমেজকে সিদ্ধান্তটি আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। এ রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই।রেলেভোর খবরে বলা হয়, গোমেজ নিষিদ্ধ হতে পারেন, এমন ভাবনায় এবারের গ্রীষ্মকালীন দলবদলে কোনো ক্লাব তাঁকে নিতে চাচ্ছিল না। গোমেজ নিজেও সামনের শীতকালীন দলবদল পর্যন্ত অপেক্ষা করার কথা ভেবেছিলেন। তবে দলবদলের শেষ দিনে ইতালিয়ান ক্লাব মোনৎসায় নাম লেখান তিনি। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত মাত্র দুটি ম্যাচ খেলেছেন। খুব সম্ভবত শেষ ম্যাচও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct