আপনজন ডেস্ক: শুক্রবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র জানিয়েছেন, এক বিশিষ্ট ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে তাঁকে ডাকা হলে সিবিআই এবং সংসদের নৈতিকতা কমিটির প্রশ্নের জবাব দিতে প্রস্তুত তিনি। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের লোকসভা সদস্য মহুয়া মৈত্রের বিরুদ্ধে সংসদে প্রশ্ন করার জন্য ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ করার পরে রাজনৈতিক ঝড়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে। তিনি স্পিকার ওম বিড়লাকে তাঁর বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠনের আহ্বান জানান। এ প্রসঙ্গে মহুয়া বলেন, ‘সিবিআই এবং এথিক্স কমিটি (যেখানে বিজেপির সংখ্যাগরিষ্ঠ সদস্য রয়েছে) আমাকে ফোন করলে আমি তাদের প্রশ্নের উত্তর দিতে স্বাগত জানাই। আদানি পরিচালিত মিডিয়া সার্কাসের ট্রায়াল করা বা বিজেপির ট্রোলের জবাব দেওয়ার মতো সময় বা আগ্রহ আমার নেই। আমি এখন নদিয়ায় দুর্গাপূজা উপভোগ করছি। শুভ ষষ্ঠী।’রিয়েল এস্টেট-টু-এনার্জি গ্রুপের সিইও দর্শন হিরানন্দানি, যিনি আদানি গ্রুপ সম্পর্কে সংসদে প্রশ্ন উত্থাপনের জন্য মৈত্রকে অর্থ দিয়েছিলেন বলে দাবি করেন তিনি বৃহস্পতিবার স্বাক্ষরিত হলফনামায় বলেছেন, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে “কলঙ্কিত এবং অপমান” করার জন্য গৌতম আদানিকে টার্গেট করেছিলেন।লোকসভার স্পিকার ওম বিড়লা দুবের অভিযোগটি নৈতিকতা কমিটির কাছে পাঠান, যা দুবে এবং আইনজীবী জয় অনন্ত দেহাদরাইকে মৌখিক প্রমাণের জন্য ২৬ অক্টোবর তলব করেছে।মহুয়ার প্রাক্তন বন্ধু দেহাদরাই যিনি প্রাথমিক অভিযোগ দায়ের করেছিলেন, তাদের পোষা কুকুর নিয়ে তার সাথে ঝগড়া হয়েছিল। যদিও কৃষ্ণনগরের সাংসদ গত ছয় মাসে দেহাদরাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে একাধিক অভিযোগ দায়ের করেন। মহুয়া দেহাদরাইয়ের অভিযোগ সম্পর্কে বলেন, অভিযোগটি ‘একজন প্রাক্তনের মিথ্যাচারের’ উপর ভিত্তি করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct