আপনজন ডেস্ক: দেশে বিশেষত গোরক্ষকদের দ্বারা পিটিয়ে হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধির বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দ সুপ্রিম কোর্টে একটি আবেদন দায়ের করেছে বলে সংবাদসংস্থা আইএনএস জানিয়েছে। বিচারপতি বি আর গাভাই, বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ শুক্রবার জানিয়েছে, বিচারাধীন প্রক্রিয়ায় দেশের অন্যতম এই মুসলিম সংগঠনের আবেদন বিবেচনা করা হবে। আবেদনকারীদের পক্ষে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান উইমেন-এর দায়ের করা জনস্বার্থ মামলায় সমস্ত রাজ্য সরকারকে পক্ষ হিসাবে যুক্ত করার আহ্বান জানান। অ্যাডভোকেট সুগন্ধা আনন্দের মাধ্যমে দায়ের করা আবেদনে জানান, সম্প্রতি মধ্যপ্রদেশের ২৩ বছর বয়সি এক মুসলিম ফিজিওথেরাপিস্টকে কাজ থেকে বাড়ি ফেরার সময় চার জন উচ্ছৃঙ্খল হিন্দু ও উন্মত্ত জনতা আক্রমণ করে। তিনি বলেন, এখানে শুধু কিছু ঘটনা তুলে ধরা হয়েছে, কিন্তু গণপিটুনি, গোরক্ষকদের তাণ্ডব চালানোর মতো ঘটনা বেড়েই চলেছে। এর ফলে মনে হচ্ছে পুলিশ, রাজ্য এবং কেন্দ্রীয় সরকার কঠোরভাবে এই বিষয়টির মোকাবেলা না করলে তারা দেশের ধর্মনিরপেক্ষ, বহুধর্মীয় জাতির কাঠামোকে বিপর্যস্ত করে তুলবে। গত জুলাই মাসে শীর্ষ আদালত কেন্দ্র এবং হরিয়ানা, মধ্যপ্রদেশ, বিহার, রাজস্থান, ওড়িশা এবং মহারাষ্ট্রে গোরক্ষকদের দ্বারা মুসলিমদের গণপিটুনির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ার বিরুদ্ধে নোটিশ জারি করেছিল। জনস্বার্থ মামলায় বলা হয়েছে, গণপিটুনির ঘটনা মিথ্যা প্রচারণার মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়কে হামলা করার বিষয় হিসেবে দেখা উচিত, যেখানে সোশ্যাল মিডিয়া চ্যানেল, নিউজ চ্যানেলগুলির মাধ্যমে সংখ্যালঘুদের লক্ষ্য করে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া হচ্ছে।আবেদনে আরও বলা হয়েছে, আন্তরিকতার মাধ্যমে সুপরিকল্পিত গণপিটুনিতে অপরাধীদের হাত থেকে নাগরিকদের রক্ষা করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct