নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: নারী সশক্তিকরণ আজ সমাজের একটি উল্লেখযোগ্য দিক। সমস্ত কাজে তারা আজ পুরুষের সাথে পাল্লা দিয়ে চলছে। পিছিয়ে নেই সাহিত্য সংস্কৃতিতেও। সম্পূর্ণ নারী পরিচালিত তেমনই সাহিত্য সংস্কৃতি মূলক এক সংস্থা ‘পদার্পণ’। যার মুখপত্র কবি শর্মিষ্ঠা মাজি সম্পাদিত ‘পদার্পণ’। গত ১৪ অক্টোবর ২০২৩ বাঘাযতীন ‘সংঘ মিত্র ক্লাব’ সভাঘরে আয়োজিত এক সাংস্কৃতিক সন্ধ্যায় আবরণ উন্মোচিত হলো ‘পদার্পণ শারদীয় সংখ্যা-২০২৩’। শারদীয় সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও গবেষক বরুণ চক্রবর্তী, বাংলাদেশের আমন্ত্রীত কবি সৈয়দ খায়রুল আলম, কবি সিরাজুল ইসলাম ঢালী, গল্পকার তথা পদার্পণের প্রধান উপদেষ্টা সেখ আব্দুল মান্নান, স্বপন পাল, রাজেশ দাম, অরুণ চক্রবর্তী, লোপামুদ্রা মুখার্জি, রাজেশ দাম, কবি শোভন বিশ্বাস। গানে, কবিতায়, কথায়,শ্রুতি নাটক ও নৃত্যে সাজানো এদিনের শারদ সংকলন প্রকাশ অনুষ্ঠানে একগুচ্ছ স্বরচিত কবিতা পাঠ করেন উপস্থিত কবিরা। যাদের মধ্যে উল্লেখযোগ্য শোভন বিশ্বাস, দেবযানী চ্যাটার্জী, বিকাশ দাস, স্বরূপ চক্রবর্তী, আরতি দে, রীতা বেরা পাল, অরুনা রায়, পারমিতা পোদ্দার, চন্দ্রানী সাহা, বিজন দাস ও অনিতা রুদ্র। অনুষ্ঠানে ‘ কলকাতা জমজমাট’ নিবেদিত স্বপন মন্ডলের শ্রুতি নাটক ‘চোর’ এক বিশেষ মাত্রা এনে দেয়। শ্লেষাত্মক নাটকটিতে অভিনয় করেন সুপর্ণা মিত্র, দেবাশীষ মুখার্জি ও ইন্দ্রাশীষ লাহিড়ী। কবি বিকাশ দাস পরিবেশিত পুরুলিয়ার আদিবাসী ভাষায় স্বরচিত কবিতা শ্রোতাদের মুগ্ধ করে দেয়। এদিন অনুষ্ঠানে পরিবেশিত বিভিন্ন স্বাদের এক গুচ্ছ সংগীত অনুষ্ঠানকে মুখর করে তোলে। সংগীত পরিবেশন করেন মিনু প্রধান, প্রীতি সিনহা রায়, রেনুকা কর্মকার, রমা ঘোষ, রিনা দত্ত, পারমিতা পোদ্দার, মালবিকা দেবনাথ, রেবা নন্দী, কৃষ্ণা ব্যানার্জি ও মৌসুমী দাস।আমন্ত্রিত সাহিত্য গোষ্ঠী ‘ সাঁঝবাতি’ এবং ‘অক্ষর কথা’র তরফেও কয়েকজন অংশ নিয়ে অনুষ্ঠান কে সমৃদ্ধ করেন। এছাড়াও অন্যান্য বিশিষ্টজনের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণেন্দু দত্ত, সৌমাভ মাজি ও মোহাম্মদ হাফিজ। উল্লেখ্য এদিন পদার্পণের তরফে উপস্থিত সকল অতিথি ও কবি সাহিত্যিকদের উত্তরীয় ও স্মারক দিয়ে সম্বর্ধিত করা হয়। এদিন সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন কৃষ্ণা ব্যানার্জি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct