আজিজুর রহমান, গলসি, আপনজন: নিজেদের অঙ্কন প্রতিভাকে ছাতা ও মাটির পাত্রে ফুটিয়ে তুললো গলসির অঙ্কন পড়ুয়ারা। বৃহস্পতিবার গলসি ১ নং ব্লকের পোতনা পুরসা গ্ৰাম পঞ্চায়েতের সভাকক্ষে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। জানা গেছে, এলাকার অঙ্কন শিক্ষক জাহাঙ্গীর মল্লিকের প্রচেষ্টায় ও রং ও তুলি আর্ট স্কুলের উদ্যোগে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেখানে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এলাকার বিশিষ্ট ক্রীয়াবিদ তথা অবসরপ্রাপ্ত শিক্ষক সেখ ফিরোজ আহম্মেদ। এদিনের ওই অঙ্কন প্রতিযোগিতায় গলসি এলাকার ৪৫ জন অঙ্কনের ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন। দুটি বিভাগের ছয়জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। এছাড়াও রং ও তুলি আর্ট স্কুলের পক্ষ থেকে প্রত্যেকে প্রতিযোগিকে একটি করে শাংসাপত্র প্রদান করা হয়। প্রথমে মাটির পাত্রের মধ্যে ও পরে ছাতার উপর অঙ্কন করে পড়ুয়ারা। সেখ ফিরোজ আহমেদ অঙ্কন শিক্ষক জাহাঙ্গীর মল্লিকের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এলাকায় এমন ধরনের কর্মশালা প্রথম হলো। পরে এমন কর্মসুচী আবার নেওয়া হবে। তাছাড়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীরা এখান থেকে আলাদা একটি অনুপ্রেরণা পাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct